রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার অভিযোগ আসানসোলে। —নিজস্ব চিত্র।
রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে আক্রমণ। ঘরে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। ঘটনাস্থলেও পৌঁছে গিয়েছেন পুলিশকর্তারা।
পুলিশ সূত্রে খবর, আসানসোলে মলয়ের আপকার গার্ডেনের দোতলা বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ওই বাড়ির একতলায় মন্ত্রীর দফতর। অভিযুক্ত ব্যক্তি সেখানেই গিয়েছিলেন। অভিযোগ, মন্ত্রীর অফিসের কাচের টেবিল ভেঙে দিয়েছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ভিকি কেওড়া। তাঁর বাড়ি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালিকাপুর ডোমপাড়ায়। তাঁর দাবি, তাঁর বাবা এক বছর আগে মারা গিয়েছেন। কিন্তু এখনও বাবার মৃত্যুর শংসাপত্র পাচ্ছেন না। সেটাই আনতে গিয়েছিলেন মন্ত্রীর দফতরে।
পুলিশের একটি সূত্রে খবর, মন্ত্রীর দফতরে কারও সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অভিযুক্ত। সেই সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘সার্টিফিকেট করে দেবে বলেও এখনও দিল না!’’ এ কথা বলে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে। তার পরেই ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে গিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিত নস্কর। মন্ত্রীর বাসভবনে পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কী ভাবে হামলা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।