Asansol

ডাক্তার দেখাতে আসা নাবালিকাকে যৌন হেনস্থা! আসানসোলে অভিযুক্ত নামী চিকিৎসক গ্রেফতার

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে আসানসোলে গ্রেফতার এক নামী চিকিৎসক। ধৃতকে বৃহস্পতিবার আসানসোল পকসো আদালতে হাজির করানো হয়। বিচারক ওই চিকিৎসককে এক দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ২১:১৬
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে আসানসোলে গ্রেফতার এক নামী চিকিৎসক। ধৃতকে বৃহস্পতিবার আসানসোল পকসো আদালতে হাজির করানো হয়। বিচারক ওই চিকিৎসককে এক দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Advertisement

আদালত সূত্রে খবর, গত ১৫ নভেম্বর কার্ডিয়োলজির ওই চিকিৎসকের চেম্বারে গিয়েছিল বছর পনেরোর এক নাবালিকা। সেখানে তাকে ওই চিকিৎসক যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। এর পরেই ওই নাবালিকার পরিবার আসানসোল মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ জমা পড়ার পরেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। মামলা রুজু করা হয় পকসো আইনে।

সরকারি আইনজীবী মিতা মজুমদার বলেন, ‘‘চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গিয়েছিল মেয়েটি। পরে বাড়িতে এসে পরিবারকে জানায় বিষয়টি। পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তের জামিনের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু তার শুনানি এখনও হয়নি।’’

Advertisement
আরও পড়ুন