জলভর্তি বালতিতে পড়ে মারা গেল দেড় বছরের শিশুকন্যা। —প্রতীকী চিত্র।
শৌচাগারে জলভর্তি বালতিতে ডুবে মৃত্যু হল দেড় বছরের শিশুর। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বনপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর নাম জুয়েনা রাফা খাতুন। ঘটনার তদন্তে পুলিশ।
মৃতার পরিবার সূত্রে খবর, বড়দের অলক্ষে শৌচাগারে ঢুকে জল ঘাঁটছিল জুয়েনা। তার মধ্যেই এই দুর্ঘটনা। মৃতার মা টুম্পা খাতুনের কথায়, ‘‘বাড়ির কাজে সকলে ব্যস্ত ছিল। আমাদের চোখের আড়ালে বাথরুমে জল ঘাঁটতে ঢুকে পড়ে মেয়ে। বাথরুমে থাকা জলভর্তি বালতিতে পড়ে যায় ও। বালতির মধ্যে বেশ কয়েক মিনিট মাথা নিচু এবং পা দুটো ওপরের দিকে ছিল মেয়ের। কোথাও খুঁজে না পেয়ে বাথরুমে ঢুকে মেয়েকে পাই। কিন্তু তখন আর দেহে প্রাণ নেই জুয়েনার।
বাড়ির লোকজন শৌচাগার থেকে উদ্ধার করে শিশুটিকে নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর গ্রামীণ হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। মন্তেশ্বর থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।’’