Apple Cider Vinegar vs. Lemon Juice

উষ্ণ জলে লেবুর রস না কি আ্যাপল সাইডার ভিনিগার, কোনটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক? কেন?

দ্রুত ওজন ঝরানের লক্ষ্যে উষ্ণ জলে লেবুর রসের বদলে অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে খান অনেকেই। কিন্তু কোনটি কার শরীরের জন্য উপকারী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ২০:০৭
Lemon Juice and Apple Cider Vinegar

লেবুর রস না কি অ্যাপল সাইডার ভিনিগার, কোনটি ভাল? ছবি: সংগৃহীত।

ওজন ঝরানোর লক্ষ্যে আগে অনেকেই শরীরচর্চার পাশাপাশি, গরম জলে সামান্য মধু এবং লেবুর রস মিশিয়ে খেতেন। কিন্তু কোনও এক পুষ্টিবিদ হয়তো তাঁর শারীরিক অবস্থা বুঝে কাউকে ‘অ্যাপল সাইডার ভিনিগার’ খেতে পরামর্শ দিয়েছিলেন। সেখান থেকে হঠাৎই দ্রুত ওজন ঝরানের লক্ষ্যে সেই লেবুর জায়গা নিয়ে নেয় অ্যাপল সাইডার ভিনিগার। কিন্তু সেই ভিনিগার কি সকলের জন্য ভাল? সকলের শরীরে কি একই রকম প্রভাব ফেলে?‌

Advertisement

শরীরের জন্য কতটা উপকারী?

অম্লত্ব ছাড়া অ্যাপল সাইডার ভিনিগারের আর বিশেষ কোনও উপকারিতা নেই। অন্য দিকে, লেবুতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালশিয়াম, আয়রন এবং ফোলেট। একটি লেবু থেকে প্রায় ৩১ গ্রাম ভিটামিন সি পাওয়া যায়, যা প্রতি দিনের হিসাবে যথেষ্ট।

পাকস্থলীর জন্য কোনটা ভাল?

দেখা গিয়েছে, যাঁরা প্রতি দিন সকালে খালি পেটে অ্যাপল সাইডার ভিনিগার খান, তাঁদের হজম সংক্রান্ত গোলমাল বেশি হয়। অন্য দিকে, খাবার খাওয়ার আগে লেবুর জল খেলে তা হজমের পক্ষে সহায়ক। খাবার হজমের সহায়ক বিভিন্ন উৎসেচক নিঃসরণেও সহায়তা করে লেবুর রস।

রক্তচাপের উপর প্রভাব কেমন?

যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাঁদের জন্য অ্যাপল সাইডার ভিনিগার যথেষ্ট ক্ষতিকারক। কারণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য চিকিৎসকরা সাধারণত যে ধরনের ওষুধ দেন, তার সঙ্গে বিক্রিয়া করে অ্যাপল সাইডার ভিনিগার। অন্য দিকে, লেবুতে থাকা বিভিন্ন খনিজ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

ডায়াবিটিকদের জন্য ক্ষতিকর?

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে যাঁরা নিয়মিত ওষুধ খান, তাঁরা অ্যাপল সাইডার ভিনিগার খেলে তাঁদের রক্তে শর্করার মাত্রা হঠাৎই কমে যায়। উল্টো দিকে, লেবুর রসে এমন কোনও সমস্যা হয় না বলেই মনে করেন পুষ্টিবিদরা।

Advertisement
আরও পড়ুন