Sand smuggling

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই পুলিশি অভিযান! দামোদরের বালি পাচারের অভিযোগে জামালপুরে গ্রেফতার ৯

জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ ধৃত ন’জনকেই রবিবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করিয়েছে। পুলিশ সূত্রে খবর, তিন জনকে নিজেদের হেফাজতে চেয়েছিল তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩২

—প্রতীকী চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেই ‘পুলিশি অ্যাকশন’! বালি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমানের জামালপুর থেকে গ্রেফতার ন’জন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম জুম্মান আলি মোল্লা, গোলাম মোস্তফা খান, পার্থ মাঝি, সুকুমার ভৌমিক, সোহেল আলি শেখ, সাহেব হাজরা, ইমরান মণ্ডল, হাফিজ মল্লিক ও শেখ সইফুল। ধৃতদের কারও বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর, বীরভূমের খয়রাশোল, হুগলির পাণ্ডুয়ায়। কারও আবার নদিয়ার তেহট্ট, পূর্ব বর্ধমানের শক্তিগড়, জামালপুর এলাকায় বাড়ি। ধৃতদের বেশির ভাগই লরিচালক। এ ছাড়া রয়েছেন অবৈধ খাদানের ম্যানেজার এবং দামোদর থেকে বালি তোলার কাজে যুক্ত মেশিনচালকেরা । লরি ও মেশিন পুলিশ বাজেয়াপ্ত করেছে।

জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ ধৃত ন’জনকেই রবিবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করিয়েছে । পুলিশ সূত্রে খবর, তিন জনকে নিজেদের হেফাজতে চেয়েছিল তারা। তা মঞ্জুর করেছেন বিচারক। তিন জনকে দু’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশের দাবি, জামালপুর থানার বেরুগ্রাম অঞ্চলের চলবলপুরে দামোদর থেকে মেশিনের সাহায্যে অবৈধ ভাবে বালি তুলে তা লরিতে ভরে পাচারের প্রস্তুতি চলছিল। সেই খবর পেয়েই অভিযান চালায় জামালপুর থানার পুলিশ। হাতেনাতে পাকড়াও করা হয় সকলকে।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জামালপুরের বেরুগ্রাম অঞ্চল জুড়ে দামোদর থেকে অবাধে বালি চুরি নিয়ে দীর্ঘ দিন ধরে অভিযোগ উঠছিল। সেই মতো পুলিশ অ্যাকশন নেয়। বেরুগ্রাম অঞ্চল-সহ জেলার কোনও জায়গায় কেউ যাতে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে বালির অবৈধ কারবার আর করতে না পারে, তার জন্য প্রশাসন এ ভাবেই কড়া পদক্ষেপ করবে।’’

যদিও বিজেপির জেলার নেতা জিতেন্দ্রনাথ ডকাল বলেন, ‘‘এ সব চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছু না।’’

Advertisement
আরও পড়ুন