West Bengal Recruitment Case

নিয়োগ মামলায় অয়ন শীলের জামিন মঞ্জুর হাই কোর্টে! কিন্তু এখনই ছাড়া পাচ্ছেন না জেল থেকে

সোমবার বিচারপতি ঘোষ ১০ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে অয়নের জামিন মঞ্জুর করেছেন। তবে পাসপোর্ট জমা রাখতে হবে। সেই শর্তেই পুর নিয়োগ ‘দুর্নীতি’তে ইডির মামলায় জামিন পেলেন অয়ন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৩:১০
Ayan Shil get bail from Calcutta high court in municipality recruitment case

অয়ন শীল। —ফাইল চিত্র।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তাঁর জামিনের আবেদনের মামলা চলছিল। সোমবার বিচারপতি জামিন মঞ্জুর করেন অয়নের। ইডির মামলায় তিনি জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর।

Advertisement

সোমবার বিচারপতি ঘোষ ১০ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে অয়নের জামিন মঞ্জুর করেছেন। তবে পাসপোর্ট জমা রাখতে হবে। সেই শর্তেই পুর নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন অয়ন। গত বছরের ২০ মার্চ ইডির হাতে গ্রেফতার হন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ প্রোমোটার অয়ন। তার আগে অয়নের চুঁচুড়ার জগুদাস পাড়ার বাড়ি, ফ্ল্যাট এবং অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। তার মধ্যে চাকরিপ্রার্থীদের নামের তালিকা সম্বলিত কয়েকটি তালিকাও ছিল। ইডি সূত্রের দাবি, প্রায় শতাধিক উত্তরপত্রের (ওএমআর শিট) প্রতিলিপিও উদ্ধার হয়েছে। ছিল সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু নথিও।

শুধু ইডি নয়, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তেও উঠে এসেছিল অয়নের নাম। এই মামলায় সিবিআইয়ের দেওয়া চার্জশিটেও অয়নের নাম ছিল। ওই চার্জশিটে দাবি করা হয়েছিল, অয়নের দুই এজেন্টের মাধ্যমে বেশ কয়েক জন চাকরি পেয়েছিলেন।

হাই কোর্টের থেকে জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না অয়ন। দিন কয়েক আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। তদন্তকারী সংস্থার অভিযোগ, অয়ন আট এজেন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ কোটি টাকা তুলেছিলেন। সেই টাকা সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়েছিল। অয়ন ইমেল করে প্রার্থিতালিকা সন্তুকে পাঠিয়েছিলেন। সন্তু সেই তালিকা কুন্তলকে দেন। বর্তমানে সেই মামলা সিবিআই বিশেষ আদালতে বিচারাধীন। ওই মামলায় জেলবন্দি থাকতে হবে অয়নকে।

Advertisement
আরও পড়ুন