Adhir Chowdhury

‘বিচার’ দিন, চিঠি অধীরের

বহরমপুর পুরসভার চতুর্থ শ্রেণির দুই মহিলা কর্মচারীর বেতনের ব্যবস্থা করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফের চিঠি পাঠালেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৫:২৮
Adhir Chowdhury writes to CM again for releasing the salaries of two lady employees

অধীর চৌধুরী। —ফাইল ছবি।

বহরমপুর পুরসভার চতুর্থ শ্রেণির দুই মহিলা কর্মচারীর বেতনের ব্যবস্থা করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফের চিঠি পাঠালেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। বহরমপুরে গীতা চৌধুরী ও শিবানী সাহা নামে ওই দুই কর্মচারীর বেতন গত জুন মাস থেকে বন্ধ রেখেছে পুরসভা। দুই কর্মী এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের বেতন আটকে রাখা যাবে না এবং বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশের পরেও দুই কর্মী তাঁদের বেতন পাননি। আদালত অবমাননার দায়ে পুরসভা কর্তৃপক্ষকে আগামী ২২ নভেম্বর আদালতে হাজিরা দিতে বলেছে হাই কোর্ট। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর বলেছেন, ‘‘টানা কয়েক মাস বেতন না-পাওয়ায় ওই দুই কর্মী প্রায় অনাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। পুরসভা কর্তৃপক্ষ দুই অসহায় মহিলার উপরে কীসের প্রতিশোধ নিচ্ছেন, তা আমার বোধের বাইরে! এক জন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে দু’জন মহিলা কর্মী অনাহারে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন, এই পরিহাস দেখতে হচ্ছে’। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যাতে দ্রুত সমস্যার সমাধান হয় এবং গীতা, শিবানী ‘বিচার’ পান, সেই আর্জি জানিয়েছেন অধীর।

Advertisement
আরও পড়ুন
Advertisement