viral video of haka dance

ছিঁড়ে ফেললেন বিল, রেগে গিয়ে সংসদেই নাচতে শুরু করলেন তরুণী সাংসদ! বন্ধ হয়ে গেল অধিবেশন

যিনি এই প্রতিবাদটি প্রথম শুরু করেন তিনি হলেন হানা-রাউহিতি কারিরিকি মাইপি-ক্লার্ক। তিনি নিজে মাওরি সম্প্রদায়ের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৭:৫৩
New Zealand Parliament member ripped up a copy of the bill and performed traditional haka dance

ছবি: এক্স থেকে নেওয়া।

আদিবাসী বিলের প্রতিবাদে সংসদেই ঐতিহ্যবাহী ‘হাকা’ নাচ করলেন নিউ জ়িল্যান্ডের সর্বকনিষ্ঠ সাংসদ। বৃহস্পতিবার নিউ জ়িল্যান্ড সংসদে একটি বিলকে ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিলের প্রতিবাদে শামিল হন বেশ কয়েক জন সাংসদ। যিনি এই প্রতিবাদটি প্রথম শুরু করেন তিনি হলেন হানা-রাউহিতি কারিরিকি মাইপি-ক্লার্ক। তিনি নিজে মাওরি সম্প্রদায়ের। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিতর্কিত আদিবাসী বিল নিয়ে ভোটাভুটির সময়ে বিলের একটি অনুলিপি ছিঁড়ে ফেলেন এই মহিলা সাংসদ। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আনন্দবাজার অনলাইনের হাতে এসেছে সেই ভিডিয়ো।

Advertisement

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ২২ বছর বয়সি বিরোধী সাংসদ হানা উত্তেজিত হয়ে বিলের প্রতিলিপি ছিঁড়ে ফেলছেন। এর পর তিনি হঠাৎ করেই নিজের আসন ছেড়ে হাকা নাচের ভঙ্গিমায় এগিয়ে আসেন। হানার সঙ্গে যোগ দেন তাঁর দলের অন্যরাও। এক জন পুরষ ও আর এক জন মহিলা সাংসদকেও হাকা নাচের তালে প্রতিবাদ করতে দেখা যায়। এই নাচটি হল মাওরি সম্প্রদায়ের সংস্কৃতির অঙ্গ।

১৮৪০ সালের ওয়েটাঙ্গি চুক্তির সঙ্গে জড়িত এই বিল নিয়ে গোলমালের জেরে সংসদের অধিবেশন স্তব্ধ করে দেওয়া হয়। সমাজমাধ্যমে এই তরুণীর অভিনব প্রতিবাদ দেখে আলোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরও পড়ুন
Advertisement