Abhishek Banerjee

কলকাতা থেকে বিদেশে সস্ত্রীক অভিষেক, চিকিৎসার জন্যই এই সফর

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ০৮:৫৫
Abhishek banerjee

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার কলকাতা থেকে বিদেশে গিয়েছেন বলে অভিবাসন সূত্রে খবর। কলকাতা থেকে এ দিন এমিরেটস-এর উড়ানে তিনি সস্ত্রীক দুবাই গিয়েছেন বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। চিকিৎসার কারণেই তাঁর এই বিদেশ ভ্রমণ বলে দলীয় সূত্রে খবর। সেই সূত্রের দাবি, আমেরিকার বাল্টিমোরে চোখের চিকিৎসার কারণেই তাঁর এই বিদেশ ভ্রমণ। দশ দিনের মধ্যেই তাঁর দেশে ফেরার কথা। উল্লেখ্যে, কলকাতা হাই কোর্টে বুধবারেই অভিষেকের মামলা উঠেছিল। সেই মামলার শুনানি সোমবার হওয়ার কথা। গত সোমবার অভিষেকের বিদেশ ভ্রমণের প্রসঙ্গ সুপ্রিম কোর্টে উঠলে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, যদি কোনও অভিযুক্তের বিদেশে গা ঢাকা দেওয়ার আশঙ্কা না থাকে, তা হলে দেশের নাগরিকদের বিদেশে যাওয়ার অধিকার রয়েছে। বিশেষত চিকিৎসাজনিত কারণে।

Advertisement
Advertisement
আরও পড়ুন