Abhishek Banerjee

সাংসদদের নিয়ে আজ বৈঠক অভিষেকের

দু’দিন আগেই দলীয় সূত্রে স্পষ্ট করে দেওয়া হয়েছিল, গৌতম আদানি কাণ্ড নিয়ে সংসদে সরব হওয়া চলবে না তৃণমূলের। দেখা গিয়েছে, লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূলের কোনও কোনও সাংসদ আদানি নিয়ে কংগ্রেসের প্রতিবাদের সময় উঠে দাঁড়িয়েছেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০৮:৪৪
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দিল্লির নতুন মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দিল্লির নতুন মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

বুধবার দুপুরে দলের সব সাংসদকে নিয়ে বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দিল্লির নতুন মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলোচনার মূল প্রতিপাদ্য, আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশনে দলের রণকৌশল রচনা। পাশাপাশি দলের সবাইকেই শৃঙ্খলার একটি সুতোয় গাঁথারও নির্দেশ দেওয়া হবে।

Advertisement

দু’দিন আগেই দলীয় সূত্রে স্পষ্ট করে দেওয়া হয়েছিল, গৌতম আদানি কাণ্ড নিয়ে সংসদে সরব হওয়া চলবে না তৃণমূলের। দেখা গিয়েছে, লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূলের কোনও কোনও সাংসদ আদানি নিয়ে কংগ্রেসের প্রতিবাদের সময় উঠে দাঁড়িয়েছেন। সূত্রের খবর, এই ধরনের অসামঞ্জস্য যাতে কক্ষ পরিচালনার সময় না দেখা যায়, সে দিকে নজর দিতে বলা হবে লোকসভা ও রাজ্যসভার নেতা যথাক্রমে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনকে। বলা হবে যে কেউ তাঁর ইচ্ছামতো বিষয় নিয়ে নোটিস অবশ্যই দিতে পারবেন। কিন্তু তা দেওয়ার আগে সংশ্লিষ্ট কক্ষের দলীয় নেতাকে দেখিয়ে তাঁর অনুমতি নিয়েইএগোতে হবে।

এ ছাড়া কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিয়ে এ বারের অধিবেশনে তুলতে হবে, তা নিয়েও বিস্তারিত কথা হবে সাংসদদের সঙ্গে অভিষেকের। আজও পুরনো সংবিধান ভবনে তৃণমূলের দলীয় কার্যালয়ে অভিষেকের সঙ্গে বসেছিলেন উপস্থিত সাংসদরা। প্রত্যেকেই তাঁর নির্বাচনী ক্ষেত্র, জেলা এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে তাঁকে জানান।

আরও পড়ুন
Advertisement