Death in Kharagpur IIT

খড়্গপুর আইআইটি-তে শিক্ষাকর্মীর অস্বাভাবিক মৃত্যু! ঝুলন্ত দেহ উদ্ধার গবেষণাগার সহকারীর

শিক্ষাকর্মীর অস্বাভাবিক মৃত্যু খড়গপুর আইআইটি-তে। শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে খবর, মৃতের নাম সাকির আলি মোল্লা (২৯)। তিনি রসায়ন বিভাগের জুনিয়ার টেকনিশিয়ান।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৭:১৪
শিক্ষাকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার খড়গপুর আইআইটি-তে।

শিক্ষাকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার খড়গপুর আইআইটি-তে। —প্রতীকী চিত্র।

শিক্ষাকর্মীর অস্বাভাবিক মৃত্যু খড়গপুর আইআইটি-তে। শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে খবর, মৃতের নাম সাকির আলি মোল্লা (২৯)। তিনি রসায়ন বিভাগের জুনিয়ার টেকনিশিয়ান ছিলেন। কর্মরত ছিলেন ছিলেন। গবেষণাগারে সহকারী হিসাবেও। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর কলেজ হাসপাতালে পাঠিয়েছে খড়গপুর টাউন থানার পুলিশ।

Advertisement

আইআইটি সূত্রে জানা গিয়েছে, সাকির দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত সামালি গ্রামের বাসিন্দা ছিলেন সাকির। ২০২২ সালে খড়্গপুর আইআইটি-তে কাজে যোগ দিয়েছিলেন তিনি। থাকতেন আইআইটি ক্যাম্পাসের কোয়ার্টারে। শুক্রবার সকালে সেই কোয়ার্টারের ঘর থেকেই সাকিরের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক অনুমান, সাকির আত্মহত্যা করেছেন। কিন্তু কেন আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়। আইআইটি-তে তাঁর সহকর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে। পরিবারকেও খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকেদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। সাকির কোনও রকম মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা জানার চেষ্টা করা হবে। যদিও ময়নাতদন্তে আগে কিছুই বলা সম্ভব নয় বলেই জানিয়েছে পুলিশ।

খড়্গপুর আইআইটি-র তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পুলিশের কাছে। এর জন্য তাঁরা সব রকম ভাবে সহযোগিতা করবেন।

Advertisement
আরও পড়ুন