R G Kar Hospital Incident

‘হস্টেলে ঢুকতে দিচ্ছে না পুলিশ’, হাই কোর্টের দ্বারস্থ আরজি করের সাসপেন্ড হওয়া ৩১ জন চিকিৎসক

কলকাতা হাই কোর্টের বিচারপতি বিভাস পট্টনায়ক আরজি করের ওই ৩১ জন চিকিৎসককে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১১:৪৬

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আরজি কর হাসপাতাল থেকে সাসপেন্ড (নিলম্বিত) হওয়া ৩১ জন চিকিৎসক। তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সাসপেন্ড করায় পুলিশ হস্টেলে ঢুকতে দিচ্ছে না। হস্টেলে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগেই শুক্রবার উচ্চ আদালতের দ্বারস্থ হন ওই ৩১ জন।

Advertisement

কলকাতা হাই কোর্টের বিচারপতি বিভাস পট্টনায়ক আরজি করের ওই ৩১ জন চিকিৎসককে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত সেপ্টেম্বর আরজি কর হাসপাতালের কলেজ কাউন্সিল ৫১ জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। এই ৫১ জনের বিরুদ্ধে হাসপাতালে থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি চালানো, আতঙ্কের পরিবেশ তৈরি করারও অভিযোগ রয়েছে। এই ৫১ জনের মধ্যে হাউস স্টাফ, জুনিয়র ডাক্তারেরাও রয়েছেন। এদের প্রত্যেকেই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত।

হাসপাতালে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগে সরব হন আরজি কর হাসপাতালের চিকিৎসকদের একাংশ। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা পড়ে অভিযোগ। দেওয়া হয় কয়েক জনের নামও। সেই তালিকায় থাকা অভিযুক্তদের তলব করেন হাসপাতাল কর্তৃপক্ষ। আরজি করের স্পেশ্যাল কাউন্সিল বৈঠকে বিষয়টি উত্থাপন করেন রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের সদস্যেরা। তার পরই নড়েচড়ে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন