Royal Bengal Tiger

যেখানে বাঘের ভয়... আবার সেই কুলতলি! পায়ের ছাপ ঘিরে আতঙ্ক লোকালয়ে, খোঁজে বন দফতর

স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল দিয়ে একটি বাঘকে লোকালয়ে ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। তাঁর কাছ বাঘের কথা শোনার পর ভীত গ্রামবাসীরা খবর দেন পুলিশ এবং বন দফতরকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১১:১৬
Royal Bengal Tiger

আবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলির গ্রামে বাঘের আতঙ্ক! — প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার বাঘের আতঙ্ক গ্রাস করল দক্ষিণ ২৪ পরগনার কুলতুলির বাসিন্দাদের। শনিবার সন্ধ্যা থেকে বাঘের ভয়ে সিঁটিয়ে রয়েছেন গ্রামবাসীরা। কয়েকটি পায়ের ছাপ ঘিরে সন্দেহ গাঢ় হয়েছে। বাঘের খোঁজে বন দফতরের কর্মীরা।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল দিয়ে একটি বাঘকে লোকালয়ে ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। তাঁর কাছ বাঘের কথা শোনার পর ভীত গ্রামবাসীরা খবর দেন পুলিশ এবং বন দফতরকে। রাতেই ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা। গিয়েছিল পুলিশও। রবিবার সকাল থেকে খোঁজ চলছে বাঘের। তবে এখনও দেখা মেলেনি।

প্রশাসন সূত্রে খবর, এ বার কুলতুলির দেউলবাড়ি গ্রামে বাঘের আতঙ্ক শুরু হয়েছে। লোকালয়ে একটি বাঘ ঢুকে পড়েছে বলে মনে করা হচ্ছে। তার পর রাত থেকে অভিযান চলছে বন দফতর এবং পুলিশের। বাঘ ধরতে রাতেই খাঁচা বসানো হয়েছে। কিন্তু এখনও খাঁচাবন্দি হয়নি বাঘ। অন্য দিকে, এলাকার মানুষ ভীত এবং সন্ত্রস্ত। বাঘ যাতে লোকালয় অথবা লোকালয় সংলগ্ন এলাকায় চলে যেতে না পারে, সে জন্য জাল দিয়ে কয়েকটি জায়গা ঘেরার কাজ শুরু হয়েছে।

গ্রামবাসীদের আতঙ্কিত না-হতে পরামর্শ দিয়েছে প্রশাসন। রাতের অন্ধকারে যাতে কেউ একা বাড়ির বাইরে না বের হন, সে বিষয়েও সচেতন করছে পুলিশ। বস্তুত, গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকবার কুলতলির লোকালয়ে বাঘ ঢুকেছে। ধরাও পড়েছে কোনও কোনও বার। কোনও বার নিজে থেকেই এলাকা ছেড়ে চলে গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার।

Advertisement
আরও পড়ুন