Housemaid Arrested in Canning

কলকাতায় গৃহস্থের বাড়ি থেকে চুরি যাওয়া গয়না রাখা ছিল পুকুরপাড়ে! ক্যানিংয়ে ধৃত পরিচারিকা

কলকাতায় গৃহস্থের বাড়ি থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার হল ক্যানিংয়ের পুকুরপাড়ে! চুরির অভিযোগে বাড়ির পরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ক্যানিং শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১১:২৩
গৃহস্থের বাড়ি্ থেকে গয়নাচুরির অভিযোগে ক্যানিংয়ে গ্রেফতার পরিচারিকা।

গৃহস্থের বাড়ি্ থেকে গয়নাচুরির অভিযোগে ক্যানিংয়ে গ্রেফতার পরিচারিকা। —প্রতীকী চিত্র।

কলকাতায় গৃহস্থের বাড়ি থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার হল ক্যানিংয়ের পুকুরপাড়ে! চুরির অভিযোগে বাড়ির পরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চুরি ছাড়াও পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কলকাতার গল্ফগ্রিন এলাকায় এক গৃহস্থের বাড়ি কাজ করতেন বছর একুশের তরুণী জবা বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন আগে গৃহস্থের বাড়ি থেকে বেশ কিছু গয়না চুরি হয়। থানায় অভিযোগ দায়েরের পর তদন্তে নামে পুলিশ। অন্য দিকে, চুরি করা গয়না জবা ক্যানিংয়ের বাড়ি লাগোয়া একটি পুকুরপাড়ের আগাছায় লুকিয়ে রাখেন বলে অভিযোগ।

বুধবার রাতে চুরি যাওয়া সামগ্রীর খোঁজ পেতে ক্যানিং থানার পুলিশকে নিয়ে জবার বাড়িতে যান কলকাতা পুলিশের আধিকারিকেরা। ‘চুরির জিনিস প্রতিবেশীদের দিয়ে দিয়েছি’ বলে প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন অভিযুক্ত।

পরে নিজের মেয়েকে পুলিশের হাতে ধরিয়ে দেন জবার মা। পুলিশ অভিযুক্তের মাকে চাপ দিতেই বেরিয়ে আসে সত্য। জবার মা জানান, পুলিশ ধরবে এই ভয়ে চুরি করা আংটি, কানের দুল পুকুরপাড়ের ঝোপে ফেলে দিয়েছিলেন মেয়ে। চুরি হওয়া গয়না উদ্ধারের পরেই বুধবার রাতে ওই পরিচারিকাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে কলকাতায় নিয়ে যাচ্ছে পুলিশ। বৃহস্পতিবারই ওই তরুণীকে আদালতে হাজির করানোর কথা।

Advertisement
আরও পড়ুন