ব্যারাকপুরে লালকুঠি এলাকায় অগ্নিকাণ্ড। —নিজস্ব চিত্র।
ব্যারাকপুরে একটি শপিং মল এবং বিরিয়ানির দোকানে অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের ঘোষপাড়া রোড়ের লালকুঠি এলাকায় ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্রের খবর, দুপুরে লালকুঠি এলাকায় অতীন্দ্র সিনেমাহলের পাশে একটি বিরিয়ানির দোকানে আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পোশাকের শোরুমে। স্থানীয়েরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। খবর যায় দমকলের কাছে। কিছু ক্ষণের মধ্যে দমকলের একাধিক ইঞ্জিন যায় ঘটনাস্থলে।
অতীন্দ্র সিনেমাহলের গায়েই রয়েছে একটি শপিং মল এবং বিরিয়ানির দোকান। ব্যস্ত অঞ্চলে প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত রয়েছে। মঙ্গলবার অগ্নিকাণ্ডের জেরে যানজট শুরু হয় রাস্তায়। স্থানীয় দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রথমে নিজেদের চেষ্টায় আগুন নেবানোর চেষ্টা করছিলেন স্থানীয়েরা। কিন্তু এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে ভয় পেয়ে যান উপস্থিত সকলে। বেশ কিছু ক্ষণ পরে দমকলের দুটি ইঞ্জিন গিয়েছে ঘটনাস্থলে। তৎপরতার সঙ্গে আগুন নেবানোর কাজ শুরু হয়।
শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেবেনি। বিকেল ৫টা নাগাদও লেলিহান শিখা দেখা গিয়েছে। কী ভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও পরিষ্কার নয়। স্থানীয়দের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। হতাহতের কোনও খবর নেই।
শেষ পর্যন্ত পাওয়া খবরে সাড়ে ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে।