West Bengal Panchayat Election 2023

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে জখম দুই শিশু, দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে বিস্ফোরণ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ছোঁয়ানি এলাকায় বিস্ফোরণে জখম হয় দুই শিশু। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রাস্তার ধারে বোমা পড়েছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কাশীপুর শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১০:৩৬
Brother and sister injured due to bomb blast at Kashipur of South 24 Parganas

হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে জখম শিশুকে। — নিজস্ব চিত্র।

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম হল দুই শিশু। শনিবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরের ছোঁয়ানি এলাকায়। আহতদের নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাদের স্থানান্তরিত করানো হয়েছে কলকাতায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ছোঁয়ানি এলাকায় বিস্ফোরণে জখম হয় দুই শিশু। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রাস্তার ধারে বোমা পড়েছিল। সেই বোমাকে বল ভেবে খেলতে গিয়ে জখম হয় ওই দুই শিশু। তারা সম্পর্কে ভাই এবং বোন। তাদের জখম অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় জিরানগাছা হাসপাতালে। পরে তাদের স্থানান্তরিত করানো হয় কলকাতায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ছোঁয়ানি এলাকায় তৃণমূল এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর মধ্যে বোমাবাজি হয়। সেই বোমার বেশ কয়েকটি পড়েছিল এলাকায়। শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ভাই এবং বোন সেই বোমাকেই বল ভেবে খেলতে শুরু করেছিল। তার পরই ঘটে বিস্ফোরণ।

আরও পড়ুন
Advertisement