Body Recovers in Bhangar

ভাঙড়ে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধার দেহ! নিখোঁজ ছিলেন তিন দিন, ‘খুন’ না কি দুর্ঘটনা?

পুলিশ সূত্রে খবর, গত তিনদিন ধরে ওই বৃদ্ধাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর আত্মীয়-পরিজনের বাড়িতে খোঁজ করেও লাভ হয়নি। যদিও এই নিয়ে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেননি পরিবারের সদস্যরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ভাঙড় শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ০৯:৫৫

—প্রতীকী ছবি।

তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ির পাশের পুকুর থেকে ভেসে উঠল এক বৃদ্ধার দেহ। ঘটনাটি ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চণ্ডীহাট এলাকার। মৃত বৃদ্ধার নাম জেসমিন বিবি (৭২)। নিছকই জলে ডুবে মৃত্যু, নাকি এর নেপথ্যে আছে অন্য কোন ষড়যন্ত্র আছে, তা খতিয়ে দেখতে তৎপর হয়েছে কাশীপুর থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা দিয়েছে, গত তিন দিন ধরে ওই বৃদ্ধাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর আত্মীয়-পরিজনের বাড়িতে খোঁজ করেও লাভ হয়নি। যদিও এই নিয়ে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেননি পরিবারের সদস্যরা।

এর পর বৃহস্পতিবার বৃদ্ধার বাড়ির পাশের পুকুর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়রা দেখেন জলে একটি দেহ ভাসছে। ওই দেহ উদ্ধার করে দেখা যায়, সেটি নিখোঁজ থাকা বৃদ্ধার। এর পর কাশীপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃতার পরিবারের এক সদস্যের দাবি, ওই বৃদ্ধা মাঝেমধ্যেই আত্মীয়দের বাড়িতে থাকতেন। আবার ফিরে আসতেন। তবে এ বার কোথাও খোঁজ পাওয়া যায়নি। তবে স্থানীয়দের একাংশের দাবি, পরিবারের সদস্যরা ওই বৃদ্ধাকে মেরে পুকুরে ফেলে দিয়েছিলেন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement