Budge Budge Blast

এগরার পর বজবজ, আবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু

পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। তার মধ্যে একই ঘটনা ঘটে গেল বজবজে। রবিবার সন্ধ্যায় মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ২১ মে ২০২৩ ২২:১৫
বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। প্রতীকী ছবি।

পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। তার মধ্যেই একই ঘটনা ঘটে গেল দক্ষিণ ২৪ পরগনার বজবজে। রবিবার সন্ধ্যায় মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়। আপাতত ২ জনের মৃত্যুর খবর মিললেও সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকল পৌঁছেছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের নাম জয়শ্রী ঘাটি (৬৫), পম্পা ঘাটি (১০)। ঘটনার পর তাঁদের বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক জন।

Advertisement

গত সপ্তাহে মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। চলছে রাজনৈতিক চাপান-উতোরও। তার মধ্যেই বজবজের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement