New Barrackpore Suicide Case

মায়ের সঙ্গে ঝগড়া করে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ! নিউ ব্যারাকপুরে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর

সোমবার সকালে বাবা কাজে বেরিয়ে গিয়েছিলেন। দাদা কলেজে চলে যান। মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে মেয়েটি ফ্ল্যাটের ছাদে চলে যায়। ঝাঁপ দিয়ে পড়ে নীচে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৩:০০

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল রাতে। সে জন্য পর দিন সকালে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল নবম শ্রেণির এক ছাত্রী। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর থানা এলাকায়। বছর চোদ্দোর নাবালিকার মৃত্যুতে শোরগোল এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, মৃতার নাম পরশমিতা মজুমদার। বাড়ি এসএন ব্যানার্জি রোড এলাকায়। রবিবার রাতে মায়ের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ১৪ বছরের মেয়েটির। মায়ের বকা খেয়ে চুপ করে নিজের ঘরে চলে শুতে চলে গিয়েছিল সে। সোমবার সকালে বাবা কাজে বেরিয়ে যান। দাদা কলেজে চলে যান। মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে মেয়েটি ফ্ল্যাটের ছাদে চলে যায়। তার পর ঝাঁপ দিয়ে পড়ে নীচে।

হঠাৎ জোরালো শব্দ শুনে আশপাশের বাড়ি থেকে উঁকি দিয়েছিলেন প্রতিবেশীরা। কিছু একটা পড়তে দেখে পথচলতি কিছু মানুষ জড়ো হয়ে যান। দেখেন একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। শুরু হয় চিৎকার-চেঁচামেচি। ঘর থেকে বেরিয়ে আসেন ছাত্রীর মা-ও। মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। চলে জিজ্ঞাসাবাদ। এমন একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয়েরা জানাচ্ছেন, কয়েক বছর আগে ফ্ল্যাট কিনে এসএন ব্যানার্জি রোড এলাকায় বসবাস করছে মজুমদার পরিবার। ওই পরিবারে কোনও অশান্তি বা গন্ডগোলের কথা জানতেন না প্রতিবেশীরা।

Advertisement
আরও পড়ুন