Deganga

ট্যাবের টাকায় মোবাইল কিনে স্কুটি জিতে নিল একাদশ শ্রেণির ছাত্রী

দেগঙ্গা থানার চন্দ্রকেতুগড় সংলগ্ন বেড়াচাঁপা দেবালয় ঘোষপাড়ার বাসিন্দা সুমন ঘোষের বড় মেয়ে পায়েল ৪ অক্টোবর রাজ্য সরকারের দেওয়া ট্যাব কেনার ১০ হাজার টাকা পেয়েছিল।

Advertisement
ঋষি চক্রবর্তী
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ০৯:৪২

Sourced by the ABP

ট্যাব কেনার সরকারি টাকায় মোবাইল কিনে, লটারিতে ব্যাটারি চালিত স্কুটি জিতল একাদশ শ্রেণির এক ছাত্রী। বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পায়েল ঘোষের স্কুটি জেতায় খুশি পরিবার, সহপাঠীরা।স্থানীয় সূত্রের খবর, দেগঙ্গা থানার চন্দ্রকেতুগড় সংলগ্ন বেড়াচাঁপা দেবালয় ঘোষপাড়ার বাসিন্দা সুমন ঘোষের বড় মেয়ে পায়েল ৪ অক্টোবর রাজ্য সরকারের দেওয়া ট্যাব কেনার ১০ হাজার টাকা পেয়েছিল। সুমন চাষবাস করেন। মেয়ে সাড়ে ১০ হাজার টাকায় দেগঙ্গার একটি দোকান থেকে গত ১৬ অক্টোবর ফোন কেনে। ক্রেতা টানতে লটারির ব্যবস্থা করেছিলেন বিক্রেতা। সম্প্রতি লটারি প্রতিযোগিতার আয়োজন করেন ওই ব্যবসায়ী। পায়েল প্রথম পুরস্কার জিতে ব্যাটারি চালিত স্কুটি পেয়েছে।পায়েলের কথায়, ‘‘মুখ্যমন্ত্রী টাকা না দিলে মোবাইল কেনা হত না। স্কুটিও পেতাম না। আমি খুবই খুশি। স্কুটি চালানো শিখে ফেলব তাড়াতাড়ি।’’ সুমনের কথায়, ‘‘আমি চাই মেয়ে ভাল করে পড়াশোনা করে চাকরি করুক। ওকে স্কুটি চালানো শেখাচ্ছি। তবে স্কুটি নিয়ে রাস্তায় রাস্তায় এখনই ঘুরতে দেব না।’’

Advertisement
Advertisement
আরও পড়ুন