— প্রতীকী চিত্র।
কলকাতা থেকে বকখালি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল গাড়িচালকের। মৃতের নাম গৌরাঙ্গ মণ্ডল (৪৭)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকায়। শনিবার বেলা ১১টা নাগাদ বকখালিগামী ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমাবাঁধ বাস স্টপের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। গাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় বার করা হয় চালক-সহ পাঁচ জনকে। স্থানীয় মানুষ তাঁদের কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় গৌরাঙ্গের। বাকি চার জনকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায়। দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণের জন্য অবরুদ্ধ হয়েপড়ে জাতীয় সড়ক। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই তিন পর্যটকের বাড়ি গোবরডাঙা, নরেন্দ্রপুর এবং পূর্ব বর্ধমানে। ববিবালা নাড়ু নামে বছর চল্লিশের আর এক পর্যটকের বাড়ির ঠিকানা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। রাত পর্যন্ত তাঁরা ঠিকানা জানা যায়নি।