ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া। ছবি: সংগৃহীত।
প্রেমিকার সঙ্গে গোয়া ভ্রমণে গিয়ে সমুদ্রে ডুবে যাচ্ছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া। প্রাণ বাঁচালেন এক আমলা দম্পতি। রণবীর, যিনি ‘বিয়ারবাইসেপ’ নামে বেশি পরিচিত, প্রকাশ করেছেন যে, গোয়ার সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে তাঁর প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। রণবীরের প্রেমিকাও নাকি ডুবে যাচ্ছিলেন। তখনই এক আইপিএস অফিসার এবং তাঁর আইআরএস স্ত্রী তাঁদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন।
জনপ্রিয় ইউটিউবার বুধবার একটি ইনস্টাগ্রাম পোস্টে তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সেই পোস্টে রণবীর জানিয়েছেন, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা নাগাদ বান্ধবীর সঙ্গে সমুদ্রে সাঁতার কাটছিলেন তিনি। তখনই হঠাৎ জলের স্রোতে তাঁরা ভেসে যান। সাহায্যের জন্য চিৎকার শুরু করেন তাঁরা। সমুদ্রের জল পেটে ঢুকে যায়। গলা বুজে আসছিল তাঁদের। তখনই তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন সামনে থাকা ওই আমলা দম্পতি। রণবীর এবং তাঁর প্রেমিকাকে উদ্ধার করে জল থেকে তুলে নিয়ে আসেন তাঁরা। তবে বর্তমানে ইউটিউবার এবং তাঁর প্রেমিকা সুস্থ রয়েছেন। রণবীর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘আমরা এখন পুরোপুরি সুস্থ আছি।’’
তাঁর এবং প্রেমিকার প্রাণ বাঁচানোর জন্য আমলা দম্পতিকে ধন্যবাদ জানিয়েছেন রণবীর। পুরো ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি ইনস্টাগ্রামে গোয়া সফরের ছবিও শেয়ার করেছেন তিনি। অনুরাগীদের বড়দিনের শুভেচ্ছাও জানিয়েছেন।