ছবি: সংগৃহীত।
২৪ ঘণ্টার মধ্যে হাজার পুরুষের সঙ্গে সঙ্গম করে নজির গড়তে চেয়ে হইচই ফেলেছেন ব্রিটেনের ‘অনলি ফ্যানস’ তারকা লিলি ফিলিপস। তার প্রস্তুতি হিসাবে ইতিমধ্যেই এক দিনে ১০১ জন পুরুষের সঙ্গে সঙ্গম করে ফেলেছেন তিনি। কিন্তু কেমন ছিল সেই অভিজ্ঞতা? এক সাক্ষাৎকারে জানিয়েছেন লিলি। জানিয়েছেন, কী ভাবে ওই সিদ্ধান্তের কারণে যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাঁকে।
সম্প্রতি ইউটিউবার জোশ পিটার্সকে সাক্ষাৎকার দেন ২৩ বছর বয়সি লিলি। সেই সাক্ষাৎকারে দুষ্টু ছবির নায়িকা জানিয়েছেন, প্রাথমিক ভাবে তিনি তাঁর বিতর্কিত চ্যালেঞ্জ নিয়ে উত্তেজিত ছিলেন। তবে ১০১ জনের সঙ্গে সঙ্গমের পর তাঁকে কঠিন বাস্তবের মুখোমুখি হতে হয়েছে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন লিলি।
লিলি জানিয়েছেন, ১০০ পুরুষের সঙ্গে সঙ্গম করা মুখের কথা নয়। পুরো বিষয়টিই যথেষ্ট কষ্টকর। অন্যদের এমন চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ তিনি দেবেন না বলেও জানিয়েছেন। তিনি যোগ করেছেন, পুরো বিষয়টি এতটাই কষ্টকর যে কোনও দুর্বলচিত্ত মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন না। লিলির কথায়, ‘‘আশ্চর্যজনক ভাবে প্রথমে আমি খুব বেশি ব্যাথা পাইনি। তবে ক্লান্ত হয়ে পড়েছিলাম।... যখন ৪০তম জনের সঙ্গে সঙ্গম করছিলাম তখন আমি তীব্র ব্যথা অনুভব করি। ঘাবড়েও যাই । মনে মনে ভাবছিলাম, এখনও তো অর্ধেকও হয়নি। দুর্বল মেয়েরা এই ধকল সহ্য করতে পারবে না। আমি অন্তত অন্য কাউকে এমন কাজ করার পরামর্শ দেব না। কী ভাবে ব্যাখ্যা করব জানি না, তবে পুরো বিষয়টি খুব যন্ত্রণাদায়ক ছিল।’’
প্রস্তুতি পর্বে ১০১ জনের সঙ্গে সঙ্গম করতে গিয়ে কোন কোন বাধার সম্মুখীন তাঁকে হতে হয়েছে, সে কথা বলতে গিয়ে আরও আবেগপ্রবণ হয়ে পড়েন লিলি। কয়েক জন পুরুষকে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা বলতে তাঁর খারাপ লেগেছিল বলেও তিনি জানিয়েছেন। কততম পুরুষের সঙ্গে তিনি সঙ্গম করছেন, এক সময় তা-ও তিনি গুলিয়ে ফেলেছিলেন বলে মন্তব্য করেছেন লিলি।
প্রসঙ্গত, ২৪ ঘণ্টায় হাজার পুরুষের সঙ্গে সঙ্গম করে নজির গড়তে চান লিলি। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে সঙ্গম করার জন্য ইমেলের মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক নিয়োগ করার কাজ শুরু হয়েছে। সমস্ত আবেদনের মধ্যে থেকে তাঁর মতে যোগ্য, এমন হাজার জনকে বেছে নেওয়া হবে। ২৪ ঘণ্টায় হাজার পুরুষের সঙ্গে সঙ্গম করে রেকর্ড গড়তে ওই বিশেষ দিনের একটি জমকালো নামও ঠিক করে ফেলেছেন লিলি। নাম দিয়েছেন ‘রেকর্ড ব্রেকিং ইভেন্ট অফ দ্য ইয়ার’। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সেটি আয়োজিত হবে। এর জন্য তিনি নিজেও বিশেষ প্রশিক্ষণ নিতে শুরু করেছেন বলে জানিয়েছেন দুষ্টু ছবির নায়িকা। আর সেই প্রশিক্ষণের অংশ হিসাবেই সম্প্রতি ১০১ জন পুরুষের সঙ্গে সঙ্গম করেছেন তিনি।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এক দিনে সবচেয়ে বেশি পুরুষের সঙ্গে সঙ্গমের নজির রয়েছে লিসা স্পার্কস নামে এক পর্নতারকার। ২০০৪ সালে পোল্যান্ডে এক দিনে ৯১৯ জনের সঙ্গে সঙ্গম করে সেই রেকর্ড গড়েছিলেন লিসা। ব্যথায় অসুস্থও হয়ে পড়েছিলেন। এ বার সেই রেকর্ডই ভেঙে দিতে উঠেপড়ে লেগেছেন লিলি।