viral video of train

হাতল ধরে মুচড়ে দিলেন শরীর! ট্রেনের কামরায় অদ্ভুত স্টান্ট যুবকের, ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োটি সেপ্টেম্বর মাসে ইনস্টাগ্রামের পাতায় ভাগ করে নেওয়া হয়েছিল। সম্প্রতি সেটি সমাজমাধ্যমের নজর কেড়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১০:৫৬
youth performing a weird stunt inside a coach of the mumbai local train

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

মুম্বইয়ের ট্রেনের কামরায় উঠেছেন তিন যুবক। তুলনামূলক ফাঁকা ট্রেন। সেখানেই হনি সিংহের ‘মিলিয়োনেয়ার’ গানের তালে অদ্ভুত শরীরী ভঙ্গিমায় ঝড় তুললেন এক যুবক। চলন্ত ট্রেনের কামরায় নাচের ভিডিয়ো ইনস্টাগ্রামের পাতায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যুবকের শারীরিক কসরতের দৃশ্য দেখে কার্যত থ সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ট্রেনের কামরার হাতল ধরে ঝুলে যে ভাবে নিজের শরীর বাঁকিয়ে স্টান্ট করেছেন, তা দেখে অনেকেই বিস্মিত। ভিডিয়োটি ‘আনরিয়্যাল ক্লু’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যদিও এই ভিডিয়োটি সেপ্টেম্বর মাসে ইনস্টাগ্রামের পাতায় ভাগ করে নেওয়া হয়েছিল। তবে সম্প্রতি সেটি সমাজমাধ্যমের নজর কেড়েছে। মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় তিন কোটি বার ভিডিয়োটি দেখা হয়েছে। ৬ লক্ষেরও বেশি মানুষ এই ভিডিয়োয় লাইক দিয়েছেন। একই সঙ্গে প্রচুর প্রতিক্রিয়াও জমা হয়েছে ভিডিয়োয়।(যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, সাদা জামা ও ডেনিম পরা ওই যুবক লাফিয়ে ট্রেনের হাতল ধরে ঝুলে পড়লেন। তাঁর সহযোগী দুই যুবক ঝুলন্ত যুবকের দু’টি পা দু’দিকে ধরে রেখেছন। ওই অবস্থায় যুবকটির পা পুরো ঘুরিয়ে দেন সহযোগীরা। শরীরের উপরের অংশ ক্যামেরার সামনের দিকে করে কোমর ও পা তার বিপরীত দিকে ঘুরিয়ে দেন ওই যুবক। ওই অবস্থাতেই গানের তালে কোমর দোলাতে থাকেন তিনি। যা দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই যুবককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তবে প্রকাশ্যে এই ধরনের ভিডিয়ো করার বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বেশ কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারী।

Advertisement
আরও পড়ুন