viral video of diwali

দাউদাউ করে জ্বলছে একশো-পাঁচশোর ‘নোট’, ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কের ঝড়

ভিডিয়োটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সমালোচনার মুখে পড়তে হয় সেই ব্যক্তিকে, যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১১:০৮
Rs 100 and Rs 500 notes being set on fire on Diwali

ছবি: সংগৃহীত।

রাস্তায় পড়ে আছে চকচকে একশো ও পাঁচশো টাকার নোট। আর তাতে আগুন লাগিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। দাউদাউ করে জ্বলে উঠল কড়কড়ে নোট। আগুন ছড়িয়ে পড়লেও তা নেভানোর চেষ্টা করলেন না কেউ। দীপাবলির রাতে এই ভাবে ‘টাকা’ পুড়িয়ে উৎসব পালনের ভিডিয়ো ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে। ভিডিয়োটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। সমালোচনার মুখে পড়তে হয় সেই ব্যক্তিকে, যিনি এই কাণ্ড ঘটিয়েছেন। ‘কুমারদিনেশভাই০৪৯’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো ইনস্টাগ্রামের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, অনেকগুলি নোট জড়ো করে তাতে আগুন লাগিয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা হচ্ছে। সেই দৃশ্য দেখে বহু সমাজমাধ্যম ব্যবহারকারী দাবি করেছিলেন, নোটগুলি জাল হতে পারে। আসল নোট হলে কেউ এ ভাবে তা পুড়িয়ে নষ্ট করতে চাইবেন না। আসল নোট পোড়ানো বেআইনিও বটে। নেটাগরিকদের সেই দাবিই সত্যি বলে প্রমাণিত হয়েছে। কারণ, ভিডিয়োয় দেখানো নোটগুলি ভাল করে লক্ষ করলে দেখা যাবে প্রতিটি টাকার মূল্যের নীচে ‘ফুল অফ ফান’ শব্দগুলি লেখা রয়েছে। যা আসল নোটে থাকে না। তাই নোটগুলি যে নকল, সে বিষয়ে সন্দেহ নেই। ভিডিয়ো তৈরির উদ্দেশ্যেই ইচ্ছাকৃত ভাবে এগুলি ব্যবহার করা হয়েছে। তবে এই ঘটনায় অনেকেই ভিডিয়োনির্মাতার সমালোচনায় মুখর হয়েছেন। দীপাবলিতে নোটে আগুন জ্বালিয়ে দেবী লক্ষ্মীকে অসম্মান করা হয়েছে বলে দাবি করে নিন্দা করেছেন বেশ কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারী।

আরও পড়ুন
Advertisement