Viral Video

রেললাইন ধরে হাঁটছেন তরুণী, সতর্ক করেও লাভ হল না, শেষমেশ থেমে গেল ট্রেনই! ভাইরাল ভিডিয়ো

রেললাইন ধরে এক তরুণীকে হাঁটতে দেখেন ট্রেনের চালক। তরুণী কিছুতেই না সরায় বাধ্য হয়ে ট্রেন থামিয়ে দেন চালক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭
Woman walks on railway track, locopilot halts train in Uttar Pradesh

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রেললাইন ধরে হেঁটে যাচ্ছেন এক তরুণী। সামনে থেকে ট্রেন ছুটে আসছে। তবুও যেন কোনও হুঁশ নেই তাঁর। ট্রেনের চালক অনবরত বাঁশি বাজিয়ে চলেছেন। কিন্তু তরুণী নিজের তালেই রয়েছেন। বিপদ বুঝে শেষ পর্যন্ত ট্রেনই থামিয়ে দিলেন চালক। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গিয়েছে, এক জন তরুণী রেললাইন ধরে হেঁটে চলেছেন। তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছে একটি ট্রেন। তরুণী রেললাইন থেকে কিছুতেই সরছেন না। তাঁর কাণ্ড দেখতে ভিড় করেছেন স্থানীয়েরা। ট্রেনের যাত্রীরাও অনেকে নেমে পড়েছেন। ঘটনাটি শনিবার বিকেলে উত্তরপ্রদেশের বরেলির বাহেরি স্টেশনের কাছে ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, লালকুয়াঁ থেকে বরেলির দিকে যাচ্ছিল ট্রেনটি।

তালপুরা এলাকার কাছাকাছি পৌঁছতেই ট্রেনটি থেমে যায়। রেললাইন ধরে এক তরুণীকে হাঁটতে দেখেন ট্রেনের চালক। তরুণী কিছুতেই না সরায় বাধ্য হয়ে ট্রেন থামিয়ে দেন চালক। তরুণীর কাণ্ড দেখার জন্য স্থানীয়দের পাশাপাশি ট্রেনের যাত্রীরাও ভিড় জমান। পাঁচ মিনিট সেখানেই ট্রেনটি দাঁড়িয়ে থাকে। তরুণী রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি আবার চলতে শুরু করে।

Advertisement
আরও পড়ুন