Stain removal

হালকা পোশাকে ঘামের হলদেটে দাগ? পাঁচ উপায়ে সহজেই তুলে ফেলুন

কাচা ধোয়ার পর পোশাকের রং পরিষ্কার হলেও ঘামের হলদেটে দাগ যাচ্ছে না। হালকা রঙের পোশাকে ওই দাগ পরিষ্কার বোঝা যায়। কিন্তু তা বলে কি দাগ না উঠলে পোশাক বাতিল করবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:৫১

—ফাইল চিত্র।

সাদা ধবধবে পোশাক। অথচ হাতার নীচে হলদেটে ছোপ। কাচা ধোয়ার পর পোশাকের রং পরিষ্কার হলেও ঘামের হলদেটে দাগ যাচ্ছে না। হালকা রঙের পোশাকে ওই দাগ পরিষ্কার বোঝা যায়। কিন্তু তা বলে কি দাগ না উঠলে পোশাক বাতিল করবেন। পাঁচ টোটকায় দাগ থেকে মুক্তি মিলতে পারে।

Advertisement

লেবুর রস: সমপরিমাণ লেবুর রস ও জল এক সঙ্গে মিশিয়ে দাগের উপর লাগান, কিছু ক্ষণ রেখে একটু ঘষে ধুয়ে ফেলুন।

খাবার নুন: নুন দাগ তুলতেও পারে। গরম জলে কিছুটা নুন মিশিয়ে নিয়ে সেই নুন জল দাগের উপর থুপে থুপে লাগিয়ে দিন। মিনিট পাঁচেক রেখে তার পরে ধুয়ে ফেলুন।

হাইড্রোজেন পারক্সাইড: সমপরিমাণ হাইড্রোজেন পারক্সাইড ও জল মিশিয়ে তাতে দাগ লাগা অংশটি আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। কড়া এবং পুরনো দাগ হলে আধ ঘণ্টার মধ্যেই কাজ হবে। এর পরে নুন জল দিয়ে ধুয়ে ফেলুন। তবে এই টোটকা শুধু মাত্র সাদা জামাকাপড়ের জন্যই। রঙিন জামা কাপড় হলে রং নষ্ট হয়ে যাবে।

অ্যাসপিরিন: অনেকেই অ্যাসপিরিন জাতীয় ওষুধ খান। অ্যাসপিরিন দিয়েও ঘামের হলদেটে দাগ তুলে ফেলতে পারে। দুটি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে, আধ কাপ গরম জলে গুলে নিন। পোশাক ধোয়ার ঘণ্টা দুয়েক আগে দাগের উপর মাখিয়ে রাখুন মিশ্রণটি। তার পরে ভাল করে ধুয়ে ফেলুন।

খাবার সোডা: খাবার সোডার আর অল্প পরিমাণ মতো জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে দাগের উপর লাগিয়ে রাখুন ঘণ্টা খানেক। ধুয়ে নিলেই উঠে যাবে দাগ।

Advertisement
আরও পড়ুন