viral video of collapse

চোখের নিমেষে হুড়মুড় করে ভাঙল বাড়ি, একরত্তি শিশুকে নিয়ে ঝাঁপিয়ে প্রাণে বাঁচলেন তরুণী

বাড়িটি ধসে পড়ার ঠিক আগের মুহূর্তে এক তরুণী তাঁর সন্তানকে কোলে নিয়ে দৌড়ে বেরিয়ে আসছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ ১৩:৩৪
Woman had escaped narrowly from a house collapsed in ludhiyana

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

দৈবক্রমে প্রাণে বাঁচলেন মা ও একরত্তি সন্তান। ১ অক্টোবর একশো বছরের পুরনো পাঁচতলা একটি বাড়ি ধসে পড়ে পঞ্জাবের লুধিয়ানায়। সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে হাড়হিম করা দৃশ্য। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। যা দেখে চমকে উঠছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।

Advertisement

ভেঙে পড়া ওই বাড়িটির সামনে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, বাড়িটি ধসে পড়ার ঠিক আগের মুহূর্তে এক তরুণী তাঁর সন্তানকে কোলে নিয়ে দৌড়ে বেরিয়ে আসছেন। সন্তানকে আগলে কোলে নিয়ে ধসে পড়া বাড়ির ধাক্কায় সামনে হুমড়ি খেয়ে পড়ে যান মহিলা। সংবাদমাধ্যম সূত্রে খবর, মাথায় ও হাতে চোট পেয়েছেন তরুণী। তবে তাঁর দু’বছরের কন্যাসন্তান অক্ষতই রয়েছে। পুরনো এই বাড়িটি ধসে পড়ার কারণে আশপাশের বাড়িগুলিতেও ফাটল ধরেছে। বাসিন্দারাও ঘটনার জেরে হতবাক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement