Bizarre Surprise

প্রেমিক পাঠালেন গোলাপ, প্রেমিকাকে বিনামূল্যের ধনেপাতা পাঠাল অনলাইন ডেলিভারি সংস্থা

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৩:৪২

—ছবি: সংগৃহীত।

অনলাইন ডেলিভারি সংস্থার মাধ্যমে প্রেমিকাকে হঠাৎ উপহার পাঠিয়ে চমকে দিতে চেয়েছিলেন তরুণ। প্রেমিকার বাড়ির ঠিকানায় গোলাপের তোড়া পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সেই বাক্স খুলতে সত্যি সত্যিই চমকে ওঠেন তাঁর প্রেমিকা। গোলাপের তোড়া দেখে নয়, তিনি অবাক হলেন বাক্সে রাখা ধনেপাতা দেখে। সমাজমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘সুশি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় দু’টি ছবি পোস্ট করা হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের গোলাপের তোড়ার পাশে রাখা রয়েছে সতেজ ধনেপাতা। অন্য ছবিটি অনলাইন ডেলিভারি সংস্থায় অর্ডার করা জিনিসের স্ক্রিনশট। স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে, ৩৫০ টাকা মূল্যের একটি ফুলের তোড়া কেনা হয়েছে। আটটি গোলাপ রয়েছে সেই তোড়ায়।

সেই গোলাপের তোড়াই প্রেমিকাকে উপহার পাঠাতে চেয়েছিলেন তরুণ। কিন্তু তরুণী বাক্স খুলে দেখতেই দেখলেন তোড়ার পাশে রয়েছে ধনেপাতা। স্ক্রিনশটে দেখা যায়, গোলাপের তোড়া কেনার সময় অনলাইন ডেলিভারি সংস্থার তরফে এক গোছা ধনেপাতা বিনামূল্যে দেওয়া হয়। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করে লেখা হয়েছে, ‘‘ও আমায় ফুলের তোড়া পাঠিয়েছিল। কিন্তু সংস্থার তরফে ফুলের সঙ্গে ধনেপাতা ফ্রি দিয়েছে। আমি ধনেপাতা নিয়ে কী করব?’’

পোস্টটি দেখার পর নেটাগরিকের একাংশ মজার মন্তব্য করেছেন। এক জন লিখেছেন, ‘‘আমার বয়স হয়েছে। কেউ যদি ফুলের বদলে আমায় ধনেপাতা উপহার দেন তা হলে বেশি খুশি হব।’’ আবার এক জন লিখেছেন, ‘‘সংস্থার কর্মীরা হয় তো চাইছেন, আপনি আপনার প্রেমিকের জন্য কিছু রান্না করুন।’’

Advertisement
আরও পড়ুন