Viral Video

মদ খেয়ে স্কুলে ঢুকেছিলেন শিক্ষক, চপ্পল নিয়ে তাড়া করল খুদে পড়ুয়ারাই! প্রকাশ্যে ভাইরাল ভিডিয়ো

সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই শিক্ষক স্কুলে আসতেই জুতো হাতে তাঁর দিকে তেড়ে যায় পড়ুয়ারা। তাঁকে লক্ষ্য করে একের পর এক চপ্পল ছুড়তে থাকে তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৪ ০৯:৫৮
Viral Video of students chase drunken teacher

ছবি: এক্স (সাবেক টুইটার)।

মদ খেয়ে স্কুলে ঢুকছিলেন শিক্ষক। জুতো নিয়ে তাড়া করল খুদে পড়ুয়ারাই! প্রতিরোধের মুখে বাইকে চেপে চম্পট দিলেন ওই শিক্ষক। ছত্তীসগঢ়ের বস্তার জেলার পিলিভাট্টা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যম ভাইরাল হয়েছে। ভিডিয়োটিকে ঘিরে সমাজমাধ্যমে রীতিমতো তোলপাড়ও শুরু হয়েছে (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই শিক্ষক মত্ত অবস্থায় স্কুলে এসেছিলেন। অভিযোগ, প্রায়ই তিনি মদ খেয়ে স্কুলে আসতেন। পড়ানোর পরিবর্তে চেয়ারে বসে ঘুমিয়ে পড়তেন। দীর্ঘ দিন এ ভাবে চলার পরে রুখে দাঁড়ায় স্কুলেরই খুদে পড়ুয়ারা। চপ্পল নিয়ে তেড়ে যায় তাঁর দিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই শিক্ষক স্কুলে আসতেই জুতো হাতে তাঁর দিকে তেড়ে যায় পড়ুয়ারা। তাঁকে লক্ষ্য করে একের পর এক চপ্পল ছুড়তে থাকে তারা। হকচকিয়ে গিয়ে বাইকে চড়ে তাড়াহুড়ো করে স্কুল থেকে বেরিয়ে যান মত্ত শিক্ষক। পড়ুয়ারাও তাঁর বাইকের পিছু পিছু ছুটে যায়।

হাজার হাজার মানুষ ইতিমধ্যেই ভাইরাল ভিডিয়োটি দেখেছেন। অনেকে প্রতিক্রিয়াও জানিয়েছেন। উল্লেখ্য, গত মার্চ মাসে ঘটনাটির ভিডিয়ো প্রথম প্রকাশ্যে আসে। সম্প্রতি সেটি আবার ভাইরাল হয়েছে।

Advertisement
আরও পড়ুন