Viral Video

ক্লাসে ঢুকে তরুণীর গলায় ঝুলে বাঁদরের ‘আদর’! ছড়াল আতঙ্ক, শেষমেশ কী হল? ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্লাসরুমে ঢুকে এক তরুণী পড়ুয়ার কোলে চেপে বসে বাঁদরটি। তরুণীর গলা জড়িয়ে ধরে তাকে ‘আদর’ করতে থাকে। মাথায়, চুলে হাত দিয়ে যেন পরখ করতে থাকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৯
Viral Video of monkey enters classroom and roaming around

ছবি: এক্স থেকে নেওয়া।

ক্লাসের মাঝে শ্রেণিকক্ষে বসেছিল পড়ুয়ারা। কেউ কেউ খোশমেজাজে গল্প করছিল। কেউ কেউ আবার দরজার সামনে দাঁড়িয়ে শিক্ষকের আসার অপেক্ষা করছিল। তবে শিক্ষক এলেন না। বদলে ক্লাসরুমে হঠাৎই ঢুকে পড়ল একটি বাঁদর। আর ক্লাসে ঢুকেই বাঁদরামি শুরু করল সে। মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্লাসরুমে ঢুকে এক তরুণী পড়ুয়ার কোলে চেপে বসে বাঁদরটি। ওই তরুণীর গলা জড়িয়ে ধরে তাকে ‘আদর’ করতে থাকে। মাথায়, চুলে হাত দিয়ে যেন পরখ করতে থাকে। এর পর তরুণীর গলা ধরে ঝুলে পড়ে সে। নিজের মুখ পড়ুয়ার গালের কাছে নিয়ে যায়। এর পর তরুণীকে ছেড়ে এক লাফে একটি বেঞ্চে উঠে বসে। বাঁদরটিকে দেখে যেন আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায় বাকি পড়ুয়াদের। আতঙ্কিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেয় তারা। ক্লাসঘরে হইচই পড়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

এক্স হ্যান্ডলে ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘প্রাণীরাও প্রেমের ভাষা বোঝে।’’ অপর এক জন লিখেছেন, ‘‘এ রকম মিষ্টি আলিঙ্গন মেজাজ খারাপ করে দিতে পারে।’’

Advertisement
আরও পড়ুন