ক্লাসে আচমকা জ্ঞান হারায় ছাত্রীটি। তার পরই মৃত্যু। প্রতীকী ছবি।
ক্লাস চালকালীন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃতীয় শ্রেণির পড়ুয়ার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কর্নাটকের চামরাজনগরে।
বছর আটেকের ওই শিশুটির নাম তেজস্বিনী। স্থানীয় সূত্রে খবর, প্রতি দিনের মতো সোমবারও স্কুল গিয়েছিল ওই পড়ুয়া। ক্লাসও করেছিল সে। সকাল সাড়ে ১১টা নাগাদ একটি ক্লাস চলছিল। শিক্ষককে বই এগিয়ে দেওয়ার জন্য বেঞ্চ থেকে উঠেছিল সে। শিক্ষকের দিকে এগোনোর সময় আচমকাই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায় তেজস্বিনী।
ছাত্রীটিকে পড়ে যেতে দেখেই শিক্ষক তাকে উদ্ধার করেন। তার পর স্কুল কর্তৃপক্ষকে খবর দেন। তড়িঘড়ি পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসকেরা জানিয়ে দেন মৃত্যু হয়েছে পড়ুয়ার। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিশুটির। আর এই ঘটনাই সকলকে স্তম্ভিত করছে। আট বছরের একটি শিশু কী ভাবে হৃদ্রোগে আক্রান্ত হল, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।
স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, সকালে যখন স্কুলে এসেছিল তেজস্বিনী, তার শারীরিক কোনও অসুস্থতা লক্ষ করা যায়নি। শিশুটির কোনও শারীরিক অসুস্থতা ছিল কি না, বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ।