viral video of timon-pumba

‘লায়ন কিং’-এর পর্দা থেকে বাস্তবের মাটিতে! টিমন-পুম্বার খুনসুটির ভিডিয়ো ভাইরাল

পুম্বা নামের যে চরিত্র ‘লায়ন কিং’ সিনেমায় দৌলতে জনপ্রিয়তা লাভ করেছে তা আসলে একটি বন্য শূকর বা ওয়ারথগ। আর টিমন হল একটি মিরক্যাট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:০৬
Viral video of lion king character Timon and Pumba steals the internet

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বাস্তবেই দেখা মিলল টিমন আর পুম্বার। ‘লায়ন কিং’ সিনেমার কৌতুক মাখা দুই চরিত্রের দেখা পাওয়া গেল বাস্তবেই। এমনকি চরিত্র দু’টিকে যে ভাবে একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা যায়, ঠিক সেই মেজাজেই পাওয়া গেল এই জুটিকে। পর্দার এই দুই চরিত্রকে দেখা গেল আপন মেজাজে, মাঠের মধ্যে খেলা করতে। সেই মজার ঘটনার একটি ভিডিয়োই সম্প্রতি ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামের পাতায়। ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের একটি অ্যাকাউন্ট থেকে সেই মজার ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। ভিডিয়ো দেখে হেসে কুটিপাটি সমাজমাধ্যম ব্যবহারকারীর। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

পুম্বা নামের যে চরিত্র ‘লায়ন কিং’ সিনেমায় দৌলতে জনপ্রিয়তা লাভ করেছে তা আসলে একটি বন্য শূকর বা ওয়ারথগ। আর টিমন হল একটি মিরক্যাট। পুম্বাকে পর্দায় যে ভাবে উপস্থাপিত করা হয়েছে, তার থেকে সম্পূর্ণ আলাদা স্বভাব ওয়ারথগের। আফ্রিকাতেই দেখা মেলে শূকর প্রজাতির এই প্রাণীটির। স্বভাবে বেশ রাগী ও বিপজ্জনক। মিরক্যাটও আফ্রিকার বাসিন্দা। এরা বেশ ভিতু স্বভাবের হয়। স্বভাবে সম্পূর্ণ বিপরীত হওয়া সত্ত্বেও ‘লায়ন কিং’-এ এদের মজার কাণ্ডকারখানা দর্শকের কাছে সিম্বার মতো সমান জনপ্রিয়। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একসঙ্গে একটি মাঠের মধ্যে খেলা করছে এই দু’টি প্রাণী। ওয়ারথগটি মাটিতে গড়াগ়ড়ি খাচ্ছে, পাশে দাঁড়িয়ে যেন তাকে ধমক দেওয়ার ভঙ্গি করছে মিরক্যাটটি। আবার কখনও কান কামড়ে শাসনের চেষ্টা করছে মিরক্যাটটি। ওয়ারথগের কাঁধে চেপে বসে থাকতেও দেখা গিয়েছে তাকে। ভিডিয়ো দেখে মনে হয় ডিজ়নির সৃষ্ট চরিত্রের মতো এদের মধ্যেও রয়েছে অম্ল-মধুর সম্পর্ক। ২৯ সেকেন্ডের সেই ভিডিয়োটি ২৫ ডিসেম্বর পোস্ট হওয়ার পর ৩০ লক্ষ বার দেখা হয়েছে।

Advertisement
আরও পড়ুন