uttar pradesh

তন্দুরি বেলে থুথু ছেটাচ্ছেন রাঁধুনি! ভাইরাল ভিডিয়ো দেখে এল পুলিশ, গ্রেফতার হোটেলকর্মী

গ্রাহকের রুটিতে থুতু মেশানোর অভিযোগে ধৃত যুবকের নাম ইরফান। গাজিয়াবাদের লোধি চক পুলিশ ফাঁড়ির কাছে একটি স্থানীয় খাবারের দোকানে তন্দুরি রুটি প্রস্তুত করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৮:৪৯
Viral video of cook spitting in tandoori roti in Ghaziabad hotel

—প্রতীকী ছবি।

রুটি তৈরির সময় তাতে থুথু মিশিয়ে বিক্রি হচ্ছিল দোকানে। দোকানেরই এক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তন্দুরি রুটি তৈরির করার সময় তাতে থুথু ফেলছেন তিনি । এই ঘটনার ভিডিয়ো করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন এক ব্যক্তি। সেই ভিডিয়োটি ভাইরাল হতেই পদক্ষেপ করে পুলিশ। অভিযুক্ত কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার, উত্তর প্রদেশের গাজিয়াবাদে একটি খাবারের দোকানে। গ্রাহকের রুটিতে থুতু মেশানোর অভিযোগে ধৃত যুবকের নাম ইরফান। গাজিয়াবাদের লোধি চক পুলিশফাঁড়ির কাছে একটি স্থানীয় খাবারের দোকানে তন্দুরি রুটি প্রস্তুত করেন তিনি । সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তিনি বিজনৌর জেলার ধামপুরের নাই বস্তির বাসিন্দা।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তন্দুরে ঢোকানোর আগে তাতে থুতু ফেলতে দেখা গিয়েছে ইরফানকে। একের পর এক রুটি হাতে করে বেলে নিচু হয়ে মুখ থেকে কিছু ফেলার ভঙ্গি করতে দেখা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োটি ‘বিবেকএলকওবিবেক’ নামের এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়ো সামনে আসতেই পুলি‌শ খাবারের দোকান পরিদর্শনে আসে। অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দিরাপুরমের সহকারি পুলিশ কমিশনার (এসিপি) স্বাধীন কুমার সিং। ভিডিয়োটি দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে বিরক্তিও প্রকাশ করেছেন। কেউ কেউ আবার অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন। গত মাসেই একই ঘটনা ঘটেছিল গাজ়িয়াবাদের একটি ধাবায়। গাজ়িয়াবাদের মোদীনগর থানার কৃষ্ণনগরের একটি হোটেলে কর্মীকে তন্দুরি রুটিতে থুতু ছেটাতে দেখা গিয়েছিল। সেই হোটেলকর্মীকেও পরে গ্রেফতার করা হয়।

Advertisement
আরও পড়ুন