viral video

ভিন্‌গ্রহের উড়ন্ত যান না আর এক ‘বিরল’ প্রাকৃতিক ঘটনা? মাঝ আকাশের অদ্ভুত ভিডিয়ো ভাইরাল

মাঝ আকাশের আরও একটি দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে। যা দেখে মনে হতে পারে ভিন্‌গ্রহের একটি উড়ন্ত যান নেমে এসেছে পৃথিবীর আকাশে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১০:৩৩
Viral video of huge cloud formation that looked like UFO above a building

ছবি: সংগৃহীত।

মেঘের উপর মানুষ দাঁড়িয়ে রয়েছে, এমন এক ছবি ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। ঠিক সেই ধরনের ছবি আরও এক বার প্রকাশ্যে এসেছে, যা দেখে আরও একবার রহস্য ঘনীভূত হয়েছে। মেঘের উপর অদ্ভুত দুই মানুষের অবয়বের ছবি প্রকাশ হতেই ভিন্‌গ্রহী তত্ত্ব উঠে এসেছিল। এ বার মাঝ আকাশের আরও একটি দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে। যা দেখে মনে হতে পারে ভিন্‌গ্রহের একটি উড়ন্ত যান নেমে এসেছে পৃথিবীর আকাশে। সম্প্রতি অদ্ভুত মেঘের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে ভিন্‌গ্রহের অস্তিত্ব ও সেখানকার বাসিন্দাদের উপস্থিতি নিয়ে হইচই শুরু হয়েছে। ভিডিয়োটি কোথায় বা কবে তোলা হয়েছে সে সম্পর্কে কোনও কিছু স্পষ্ট নয়।

Advertisement

‘ডেমো২০২০ক্র্যাসি’ নামের এক্স হ্যান্ডল পুরো ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) সেখানে দেখা গিয়েছে একটি বি‌শাল গোলাকার মেঘের মতো বস্তু একটি বহুতলের উপর ভেসে বেড়াচ্ছে। সেই দৃশ্য দেখে অনেকের মনেই নানা জল্পনা ভিড় করেছে। নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিয়োয় মেঘের যে অবয়ব তৈরি হয়েছে, তা ভিন্‌গ্রহ থেকে এসেছে। অদ্ভুত সেই বস্তুটিকে ভিন্‌গ্রহের উড়ন্ত যানের সঙ্গে তুলনা করা হয়েছে। সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে বিপুল চর্চা শুরু হয়েছে।

অন্য গ্রহের কোনও যান বা মেঘের কোনও বিশেষ রূপ কি না, তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অনেকে অবশ্য ওই মেঘপুঞ্জটিকে বিশেষ কোনও অপরাধের জন্য রাসায়নিক ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন। এই ঘটনাটিকে ভীতিকর বলেও মন্তব্য করেছেন কয়েক জন নেটমাধ্যম ব্যবহারকারী।

Advertisement
আরও পড়ুন