ছবি: সংগৃহীত।
টায়ার ঠিক করতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেলেন এক মেরামতকর্মী। কর্নাটকের কোটেশ্বরে জাতীয় সড়কের ধারে একটি টায়ার মেরামতের দোকানে এই দুর্ঘটনাটি ঘটে। এর ফলে আহত হন আবদুল রাজেদ নামের ১৯ বছরের তরুণ। টায়ার ফেটে তিনি কয়েক ফুট উড়ে গিয়ে মাটিতে পড়ে যান। সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ‘হেট ডিক্টেটর’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে নাটকীয় ঘটনার এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। টায়ারভর্তি গ্যাসে বিস্ফোরণ হয়ে টায়ারটি ফেটে যায়। বিস্ফোরণের অভিঘাতে ছিটকে পড়েন আবদুল। সংবাদমাধ্যমে প্রকাশ, এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি।
দুর্ঘটনার সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি স্কুলবাসের টায়ার মেরামত করে হাওয়া ভরছিলেন আবদুল। সেই কাজ শেষ করার পরই হঠাৎ করে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় ভরে যায় এলাকা। বিস্ফোরণের ধাক্কায় ডিগবাজি খেয়ে শূন্যে উড়ে মাটিতে প়ড়ে যান আবদুল। তাঁর হাতে আঘাত লেগেছে। হাসপাতালে ভর্তি করানো হয়েছে আবদুলকে।
ঘটনাটি ঘটেছে ২১ ডিসেম্বর। এই মাসের শুরুতে কর্নাটকে জাতীয় সড়কে টায়ার ফেটে আরও একটি দুর্ঘটনা ঘটার খবর পাওয়া গিয়েছে। উদুপিতে মাছ বহনকারী একটি ছোট ট্রাকের টায়ার ফেটে দু’জন আহত হন বলে সংবাদমাধ্যমে বলা হয়।