চোরশিকারীর হাতে প্রায়ই প্রাণ দিতে দেখা যায় হাতিদের। এবার বনের রাজার তাড়া খেয়ে প্রাণ গেল এক পূর্ণবয়স্ক যুবক হাতির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জিম করবেট জাতীয় উদ্যানে। সম্প্রতি সেই ঘটনারই একটি ভিডিয়ো সামনে এসেছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্যে দৌড়ে চলেছে হাতিটি। তার পিছনে ধাওয়া করছে বড় সড় একটি বাঘ। হাতিটিকে একলা পেয়ে তাকে আক্রমণ করতে টানা তিন দিন পিছু পিছু গিয়েছিল বাঘটি এমনটাই মত জাতীয় উদ্যানের আধিকারিকদের। এই ঘটনার ঠিক পরদিনই হাতিটির মৃতদেহ খুঁজে পাওয়া যায় জঙ্গলে। ২০-২৫ বছর বয়সী পুরুষ হাতিটির শরীরে ছিল না আঘাতের চিহ্নও।
‘প্রিয়ারাজপুতলাইভ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে যে ভিডিয়োটি প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে হাতিটির পিছনে পিছনে যাচ্ছে একটি বাঘ। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োয় এক বনকর্তা জানিয়েছেন, রবিবার পার্কের কর্মকর্তারা হাতির প্রাণহীন দেহটি খুঁজে পান। মৃত হাতিটিকে জাতীয় উদ্যানের নির্জন পথের রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন তাঁরা। তার আগে ক্রমাগত তাড়া খেয়ে হাতিটি ক্লান্ত হয়ে গিয়ে মারা গিয়েছে বলে ধারণা বন দফতরের কর্মীদের। হাতিটি কোনও দুর্ঘটনায় পড়ে মারা গিয়েছে কিনা তার কোনও ভিডিয়ো অবশ্য বনকর্মীদের নজরে আসেনি। তাই তাঁরা সন্দেহ করছেন বাঘের তাড়া খেয়ে হাঁপিয়ে মারা যেতে পারে হাতিটি। হাতির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।