Viral Video

স্কুটার থেকে ছিটকে চার চাকার সামনে পড়লেন দুই তরুণী, রক্ষা বরাতজোরে! ভাইরাল ভিডিয়োয় হইচই

চালকের আসনে বসে থাকা তরুণীটি হঠাৎই স্কুটারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আছড়ে পড়লেন রাস্তার উপর। রাস্তার উল্টো দিক থেকে তাঁদের দিকে একটি চার চাকা গাড়ি এগিয়ে আসছিল। স্কুটারটি ছিটকে গিয়ে সেই গাড়ির চাকার সামনে পড়ল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১২:৫৭
Viral cctv footage of two women falling off from scooter, narrowly escapes a mishap

ছবি: এক্স থেকে নেওয়া।

ফাঁকা রাস্তা দিয়ে স্কুটার চালিয়ে যাচ্ছিলেন তরুণী। পিছনের সিটে বসে ছিলেন আরও এক তরুণী। চালকের আসনে বসে থাকা তরুণীটি হঠাৎই স্কুটারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। আছড়ে পড়লেন রাস্তার উপর। রাস্তার উল্টো দিক থেকে তাঁদের দিকে একটি চার চাকা গাড়ি এগিয়ে আসছিল। স্কুটারটি ছিটকে গিয়ে সেই গাড়ির চাকার সামনে পড়ল। সম্প্রতি এই রকমই ভয়ঙ্কর একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রাস্তার মধ্যে দিয়ে এক জন তরুণী স্কুটার চালিয়ে আসছেন। স্কুটারের পিছনের আসনে বসে রয়েছেন আরও এক জন তরুণী। রাস্তাটি মোটামুটি ফাঁকা। চালকের আসনে বসে থাকা তরুণী হঠাৎই স্কুটারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। স্কুটার নিয়ে ছিটকে পড়লেন রাস্তার উপরে। রাস্তার বিপরীত দিক দিয়ে অন্য একটি গাড়ি আসছিল। তাঁদের পড়তে দেখে সেই গাড়ির চালক তড়িঘড়ি গাড়িটিকে থামিয়ে দেন। দুই তরুণী সেই গাড়ির সঙ্গে ধাক্কা খাওয়া থেকে বেঁচে গেলেও তাঁদের স্কুটারটি ছিটকে গিয়ে সেই গাড়ির চাকার সামনে পড়ে। পড়ে যাওয়ার বিকট শব্দে স্থানীয়েরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। তরুণী দু’জনকে তাঁরা রাস্তা থেকে তুলে নিয়ে যান। রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়েছে। সেই সিসিটিভি ফুটেজই ভাইরাল হয়েছে।

‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই ৬০ হাজার বারেরও বেশি বার দেখা হয়েছে। সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেটি। ভিডিয়ো দেখে বিভিন্ন মন্তব্যও করেছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন