ছবি: এক্স থেকে নেওয়া।
জাগুয়াররা বনের অন্যতম শক্তিশালী শিকারি প্রাণী। এ বার জলে নেমে কুমিরের শিকারও করল হিংস্র সেই প্রাণী। জলের মধ্যেই কুমিরের গলা কামড়ে ধরে উল্টে দিল সে। অনেক ছটফট করেও ব্যর্থ হল জলের রাজা। জাগুয়ারের হাতে প্রাণ গেল তার। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
‘নেচার ইজ ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীতে ঝাঁপিয়ে কুমির শিকারে ব্যস্ত জাগুয়ার। তীক্ষ্ণ দাঁতে করে কুমিরের গলা কামড়ে ধরেছে সে। জলের মধ্যেই কুমিরটিকে আছড়াচ্ছে বার বার। ‘দানব’ কুমিরটি আপ্রাণ চেষ্টা করেও জাগুয়ারের মরণকামড় থেকে বাঁচতে পারেনি। এর পর জাগুয়ারটি কুমিরটিকে টেনে নিয়ে চলে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে সমাজমাধ্যমে।
বৃহস্পতিবার পোস্ট করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় তিন লক্ষ বার সেই ভিডিয়ো দেখা হয়েছে। লাইক-কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। জাগুয়ারের ক্ষমতার কথা ভেবে বিস্ময়ও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘জলে নেমে কুমির শিকার মুখের কথা নয়। কুমির খুব ভয়ানক প্রাণী।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘জাগুয়ার প্রকৃত শিকারি। আমার বন্যপ্রাণীদের খুব ভাল লাগে।’’