Viral Video

‘দরাদরি করবেন না’, প্রথম পোস্টিংয়েই ঘুষ! অভিযুক্ত মহিলা অফিসার, ভাইরাল ভিডিয়ো

‘সচিন গুপ্ত’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ভাইরাল হতেই হইচই পড়েছে উত্তরপ্রদেশে। নিধিকে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে বলে খবর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৫:৩৬

ছবি: এক্স থেকে নেওয়া।

চাকরি জীবনের প্রথম পোস্টিংয়েই ঘুষ চাওয়ার অভিযোগ! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড করা হল উত্তরপ্রদেশের শামলীর এক মহিলা ড্রাগ ইনস্পেক্টরকে। ওই ড্রাগ ইনস্পেক্টরের নাম নিধি পাণ্ডে। ঘুষ চাওয়ার ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের শামলী শহরের ড্রাগ ইনস্পেক্টর ছিলেন নিধি। ড্রাগ ইনস্পেক্টর হিসাবে শামলী থেকেই চাকরি জীবন শুরু করেছিলেন তিনি। অভিযোগ, সম্প্রতি একটি ওষুধের দোকানে হানা দেন নিধি এবং তাঁর দল। সেখানে কিছু ‘অসঙ্গতি’ ধরা পড়ে তাঁর চোখে। তবে সে নিয়ে কোনও ব্যবস্থা নেওয়ার বদলে তিনি ঘুষ চান বলে অভিযোগ।

ভাইরাল সেই ভিডিয়োয় নিধিকে বলতে শোনা গিয়েছে, ‘‘দর কষাকষি করবেন না। আপনি দোকান চালাতে চান কি না বলুন। দোকান চালাতে চাইলে যে টাকা দেবেন বলেছেন, সেটা বার করে দিয়ে দিন। অন্যথায়, আমাকে ব্যবস্থা নিতে হবে। আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলে নিজেই বুঝে নেবেন।’’

‘সচিন গুপ্ত’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ভাইরাল হতেই হইচই পড়েছে উত্তরপ্রদেশে। নিধিকে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে বলে খবর। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিধির ঘুষ নেওয়ার ভিডিয়ো নাকি আগেও প্রকাশ্যে এসেছে। তবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে শুনে ওষুধ দোকানিদের সংগঠনে খুশির ঢেউ।

Advertisement
আরও পড়ুন