Human Barbie

বাস্তবের যযাতি! যৌবন ধরে রাখতে পুত্রের রক্ত চাইছেন মা, বুড়ি হতে চান না ‘হিউম্যান বার্বি’

৪৭ বছর বয়সি মার্সেলা তাঁর ২৫ বছর বয়সি পুত্রের থেকে রক্তের উপাদান নিয়ে নিজের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করতে চান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১০:৪৩
Woman was going to use a special liquid for transfusion to remain young

ছবি: সংগৃহীত।

যৌবন অটুট থাকুক, চান রক্ত মাংসে গড়া ‘বার্বি’। বয়সের চাকা ঘোরাতে ‘কলির যযাতি’ বার্ধক্যের সঙ্গে যুদ্ধে নেমেছেন। চিরতরে নিজেকে তরুণ ও তরতাজা রাখতে ছেলের রক্ত ব্যবহার করার পরিকল্পনা করেছেন মার্সেলা ইগলেসিয়াস। মার্সেলা নিজেকে বার্বি পুতুলের সঙ্গে তুলনা করতে ভালবাসেন। তারুণ্যকে ধরে রাখতে তিনি ৮৫ লক্ষ টাকা খরচ করেছেন প্রসাধনীর জন্য। ৪৭ বছর বয়সি মার্সেলা তাঁর ২৫ বছর বয়সি পুত্রের থেকে রক্তের উপাদান নিয়ে নিজের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করতে চান। লস অ্যাঞ্জেলসের বাসিন্দা মার্সেলা দাবি করেছেন, যৌবন ধরে রাখার জন্য তিনি পুত্রের থেকে রক্ত নেওয়ার পরিকল্পনা করেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শরীরে তারুণ্য ধরে রাখার অভিনব উপায় হল তরুণ-তরুণীর শরীরের রক্ত গ্রহণ করা। সেই রক্ত যদি নিজের পুত্র বা কন্যার হয়, তা হলে তা আরও কার্যকরী হয়।

Advertisement

মার্সেলার ছেলে রডরিগো মায়ের এই ইচ্ছার কথা জানতে পেরে নিজের রক্ত দিতে সানন্দে রাজি হয়ে যান। মার্সেলার পরিকল্পনায় অংশ নিতে রডরিগো এক কথায় উৎসাহী হয়ে পড়েন। মা ছাড়া দিদা গ্রেসিয়েলার জন্যও নিজের রক্ত দিতে ইচ্ছুক বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন রডরিগো। তরুণ রক্ত সঞ্চালনের মাধ্যমে দেহের কোষকে পুনরুজ্জীবিত করা হল আধুনিক একটি চিকিৎসা পদ্ধতি। রডরিগো এই পদ্ধতি এবং এর উপকারিতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন। বর্তমানে এই চিকিৎসার জন্য লস অ্যাঞ্জেলসে এক জন চিকিৎসকের সন্ধান করছেন মা ও ছেলে।

Advertisement
আরও পড়ুন