Viral Video

প্রায় ফাঁকা প্ল্যাটফর্মের দিকে হাত নাড়াচ্ছেন রেলমন্ত্রী! ভিডিয়ো প্রকাশ্যে আনলেন নিজেই

রেলমন্ত্রী আলুভা স্টেশনে পৌঁছলে তাঁকে অভ্যর্থনা জানান সাংসদ বেনি বেহানান, বিধায়ক আনোয়ার সাদাথ এবং পুরসভার চেয়ারম্যান এবং স্থানীয় কাউন্সিলরেরা। সেখানে গিয়ে রেলকর্তাদের সঙ্গে কথাও বলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৩:১৬
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ছবি: এক্স থেকে নেওয়া।

প্ল্যাটফর্ম চত্বর প্রায় ফাঁকা। লোকজন প্রায় নেই বললেই চায়। মন্ত্রীমশাইয়ের অবশ্য তাতে থোরাই কেয়ার! সে দিকে তাকিয়েই হাত নাড়িয়ে চলেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব! এমন ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি আবার এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী নিজেই!

Advertisement

রবিবার একটি বিশেষ ট্রেনে চড়ে কেরলের আলুভা থেকে রেল পরিকাঠামো পরিদর্শন শুরু করেন রেলমন্ত্রী। অশ্বিনী ছাড়াও তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ রেলের জেনারেল ম্যানেজার আরএন সিংহ, তিরুঅনন্তপুরম বিভাগের বিভাগীয় রেল ম্যানেজার মণীশ থাপলিয়াল এবং অন্য উচ্চপদস্থ কর্তারা। প্রতিমন্ত্রী জর্জ কুরিয়েন এবং প্রাক্তন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরনও ছিলেন অশ্বিনীর সঙ্গে। এই পরিদর্শনের লক্ষ্য, কেরলে রেলের পরিকাঠামো পর্যবেক্ষণ এবং স্টেশন উন্নয়ন প্রকল্পগুলি পর্যালোচনা করা।

রেলমন্ত্রী আলুভা স্টেশনে পৌঁছলে তাঁকে অভ্যর্থনা জানান সাংসদ বেনি বেহানান, বিধায়ক আনোয়ার সাদাথ এবং পুরসভার চেয়ারম্যান এবং স্থানীয় কাউন্সিলরেরা। সেখানে গিয়ে রেলকর্তাদের সঙ্গে কথাও বলেন। এর পর ট্রেনে চেপে আলুভা ছেড়ে বেরিয়ে যান। স্টেশন থেকে বেরোনোর সময় প্ল্যাটফর্মে দাঁড়়িয়ে থাকা জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যায় তাঁকে। তবে সেই প্ল্যাটফর্মে বেশি লোক না থাকায় রেলমন্ত্রীর হাত নাড়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।

Advertisement
আরও পড়ুন