Viral Video

জিমে ঢুকে ‘পুশ-আপ’ করছে দুই গিরগিটি! টেক্কা দিচ্ছে একে অপরের সঙ্গে, ভাইরাল মজার ভিডিয়ো

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জিমের মধ্যে চুপিচুপি ঢুকে পড়েছে দু’টি গিরগিটি। সোজা একটি ট্রেডমিলের কাছে গিয়ে দাঁড়ায় তারা। এর পর পাশাপাশি শুয়ে পড়ে তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৭:৫০
Video of two Chameleon inside gym goes Viral, What they did

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

জিমের মধ্যে ‘পুশ-আপ’ করছে দুই গিরগিটি! পাশাপাশি শুয়ে হাতের উপর ভর দিয়ে মাথা এক বার করে ওঠাচ্ছে, এক বার নামাচ্ছে। দুই গিরগিটির এ হেন কাণ্ডের একটি ভিডিয়ো ইতিমধ্যেই শোরগোল ফেলেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জিমের মধ্যে চুপিচুপি ঢুকে পড়েছে দু’টি গিরগিটি। সোজা একটি ট্রেডমিলের কাছে গিয়ে দাঁড়ায় তারা। এর পর পাশাপাশি শুয়ে পড়ে তারা। আর তার পরেই হাতের উপর ভর করে মাথা ওঠাতে-নামাতে থাকে তারা। এক নজরে দেখলে মন‌ে হবে, গিরগিটি দু’টি যেন পুশ-আপ করছে। টেক্কা দেওয়ার চেষ্টা করছে একে অপরকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘ল্যাড বিবল’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় দু’কোটি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক পড়েছে ১১ লক্ষের বেশি। ভিডিয়োটি দেখার পর মজার মজার মন্তব্যও করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার গিরগিটিদের ‘পুশ-আপ’ করতে দেখে বিস্ময়ও প্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘‘মানুষ আলস্যের কারণে জিমে যেতে পারে না। তাই গিরগিটি খুব আন্তরিক ভাবে জিম করছে।’’

Advertisement
আরও পড়ুন