Viral Video

মাঝরাস্তায় ট্র্যাক্টরের লড়াই! স্টান্ট করতে গিয়ে সেই ট্র্যাক্টরে চাপা পড়েই মৃত্যু যুবকের, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কার ট্র্যাক্টরের ক্ষমতা বেশি, তা নিয়ে প্রতিযোগিতা করতে নামেন বুলন্দশহরের দুই যুবক। দুই ট্র্যাক্টরকে একটি দড়ি দিয়ে বাঁধা হয় এবং একসঙ্গে চালানোর কথা বলা হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ০৯:৪২

ছবি: এক্স থেকে নেওয়া।

ট্র্যাক্টর নিয়ে কেরামতি দেখাতে গিয়ে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরের নীচে চাপা পড়েই মৃত্যু হল যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কার ট্র্যাক্টরের ক্ষমতা বেশি, তা নিয়ে প্রতিযোগিতা করতে নামেন বুলন্দশহরের দুই যুবক। দুই ট্র্যাক্টরকে একটি দড়ি দিয়ে বাঁধা হয় এবং একসঙ্গে চালানোর কথা বলা হয়। যাঁর ট্র্যাক্টর অন্য জনের ট্র্যাক্টরকে টেনে নিয়ে যেতে সক্ষম হবেন, তিনিই জিতবেন। এমনটাই শর্ত দেওয়া হয়েছিল। তবে সেই প্রতিযোগিতায় নামার সময়ই দুর্ঘটনা ঘটে। প্রতিযোগিতা চলাকালীন এক জন চালক নিয়ন্ত্রণ হারানোয় তাঁর ট্র্যাক্টর উল্টে যায়। নিজের ট্র্যাক্টরের তলাতেই চাপা পড়েন যুবক চালক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলেও লাভ হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

‘সচিন গুপ্ত’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই অনেক মানুষ দেখেছেন। বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এত পাকামি করার কী দরকার ছিল? বেঘোরে প্রাণটা গেল তো।’’

Advertisement
আরও পড়ুন