ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
স্বভাবের দিক দিয়ে কচ্ছপ খুবই শান্ত একটি প্রাণী। ছোটবেলায় পড়া খরগোশের সঙ্গে দৌড়ের প্রতিযোগিতাতেও শান্ত গতিতে, কোনও রকম চালাকি না করেই জিতেছিল সে। বাস্তবেও শান্তিতে নিজের মতো থাকতে পছন্দ করে এই প্রাণীটি। তবে শান্ত স্বভাবের কচ্ছপ যে একটি আস্ত কাঁকড়া গিলে খাবে, সেটি কখনও ভেবেছেন? সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পরেছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি বড়সড় আকৃতির পূর্ণ বয়স্ক কচ্ছপ গপ করে একটি কাঁকড়াকে গিলে নিল। ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ভাইরাল হয়। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োতে দেখা গিয়েছে, বড় একটি কচ্ছপের সামনে থেকে একটি কাঁকড়া তার ছোট ছোট দাঁড়া নাড়িয়ে হেঁটে চলেছে। কচ্ছপটিও স্থির চোখে কাঁকড়াটিকে দেখছে। তবে কাঁকড়াটির বিপদ ঘনিয়ে এল কচ্ছপটির মুখের সামনে যেতেই। খোলের ভিতর থেকে লম্বা গলা বার করে তড়িৎগতিতে কাঁকড়াটিকে গিলে নিল কচ্ছপটি। তার পর আবার সেখানেই চুপচাপ বসে রইল।
ইনস্টাগ্রামের পাতায় ‘সিটোনিয়ো_সেলুলারেস’ নামক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি ইতিমধ্যেই প্রচুর লোক দেখে ফেলেছেন। ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন প্রায় ৪০০ জন ব্যবহারকারী। নেটাগরিকেরাও কচ্ছপের এই কীর্তি দেখে অবাক হয়েছেন।