Viral Video of Vijay Deverakonda

সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধপাস! আবার দুর্ঘটনার কবলে নায়ক, খারাপ সময় কাটতেই চাইছে না বিজয়ের

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সিঁড়ি থেকে নামতে গিয়ে বেকায়দায় পিছলে পড়ে যান বিজয়। তৎক্ষণাৎ তাঁর টিমের অন্য সদস্যদের সাহায্যে তিনি উঠে দাড়ান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৭:৩০
Video of South indian actor Vijay Devrakonda falling from stairs

ছবি: এক্স থেকে নেওয়া।

দক্ষিণী সিনেমা জগতের খ্যাতনামী মুখ বিজয় দেবেরাকোন্ডা। বর্তমানে ‘ভিডি টুয়েলভ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন নায়ক। কিছু দিন আগে সেই ছবিরই শুটিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন অভিনেতা। চোট পাওয়ার পরেও তিনি শুটিং বন্ধ করেননি। তবে দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না অভিনেতার। এ বার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেলেন তিনি। সম্প্রতি অভিনেতার পড়ে যাওয়ার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সিঁড়ি থেকে নামতে গিয়ে বেকায়দায় পিছলে পড়ে যান বিজয়। তৎক্ষণাৎ তাঁর টিমের অন্য সদস্যদের সাহায্যে তিনি উঠে দাড়ান। বাইরে এসে ছবিও তোলেন। বিজয় তেমন চোট পাননি বলেই জানা গিয়েছে। তবে প্রিয় অভিনেতাকে পড়ে যেতে দেখে বাইরে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিজয়ের টিমের সদস্যেরা অবশ্য দ্রুত পরিস্থিতি সামলে নেন। সেখানে দাড়িয়ে থাকা কেউ কেউ সেই ঘটনা ক্যামেরাবন্দি করেন।

‘ওয়ানইন্ডিয়াতেলুগু’ নামের অ্যাকাউন্ট থেকে বিজয় দেবেরাকোন্ডার এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নায়কের আঘাত লেগেছে কি না তা-ও জানতে চেয়েছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন