ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
পথ আটকে দাঁড়িয়েছিল যুগল। একে অপরকে জড়িয়ে ধরে আদর করছিল। সামনে এসে তাঁদের সরে যাওয়ার নির্দেশ দিল পেঙ্গুইন। ফাঁকা করে দিতে বলল যাতায়াতের রাস্তা। অন্তত তেমনটাই মনে হয়েছে সমাজমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো দেখে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে আন্টার্কটিকায়। ভিডিয়োয় দেখা গিয়েছে, বরফের চাদরে ঢাকা পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে কয়েকটি পেঙ্গুইন। কয়েক জন পর্যটকও রয়েছেন সেখানে। এদের মধ্যে এক যুগল বরফের উপর দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরেন। এমন সময় একটি পেঙ্গুইন গুটি গুটি পায়ে এসে তাঁদের পিছনে দাঁড়ায়। ধৈর্য ধরে যুগলের সরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে সে। মুখে আওয়াজও করে। এমন সময়ে টনক নড়ে ওই যুগলের। একে অপরকে ছেড়ে দু’পাশে সরে যান তাঁরা। রাস্তা ফাঁকা পেয়ে আবার নিজের গন্তব্যের দিকে এগোতে থাকে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রচুর লাইকও পড়েছে ভিডিয়োটিতে। নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘কে জানত পেঙ্গুইনরা এত ভদ্র?’’ অন্য এক জন লিখেছেন, ‘‘পেঙ্গুইনটি খুবই সাহসী এবং চতুর।’’ তৃতীয় ব্যক্তির কথায়, ‘‘পেঙ্গুইনটিকে এ ভাবে অপেক্ষা করতে দেখে খুব মজা পেয়েছি। এ রকম দৃশ্য বার বার দেখতে পাওয়া যায় না।’’