Tamil Nadu Temple

হাত ফস্কে আইফোন প্রণামী বাক্সে! ফেরত দিতে নারাজ কর্তৃপক্ষ, ব্যাখ্যা, ওটা এখন ঈশ্বরের সম্পত্তি

মন্দির কর্তৃপক্ষের কাছে ঘটনার কথা জানিয়ে ফোন ফেরত দেওয়ার অনুরোধ করতেই, তাঁদের ব্যাখ্যা, ওই ফোন আর যুবকের নয়, এখন থেকে সেটি ঈশ্বরের সম্পত্তি!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৫
মন্দিরের প্রণামী বাক্সে পড়ল যুবকের আইফোন। প্রতীকী ছবি।

মন্দিরের প্রণামী বাক্সে পড়ল যুবকের আইফোন। প্রতীকী ছবি।

মন্দির দর্শনে গিয়ে নিজের আইফোন খোয়াতে হল এক যুবককে। হাত ফস্কে প্রণামী বাক্সে পড়ে যেতেই বিপাকে পড়েন তিনি। মন্দির কর্তৃপক্ষের কাছে ঘটনার কথা জানিয়ে ফোন ফেরত দেওয়ার অনুরোধ করতেই, তাঁদের ব্যাখ্যা, ওই ফোন আর যুবকের নয়, এখন থেকে সেটি ঈশ্বরের সম্পত্তি! মন্দির কর্তৃপক্ষের এই ব্যাখ্যা শুনে স্তম্ভিত ওই যুবক। যদিও মন্দির কর্তৃপক্ষ তাঁকে আশ্বাস দিয়ে জানিয়েছেন, ফোন ফেরত না দেওয়া হলেও তিনি সেই ফোন থেকে প্রয়োজনীয় তথ্যগুলি নিয়ে নিতে পারেন। আর তার জন্য তাঁকে অনুমতি দেওয়া হবে।

Advertisement

অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেঙ্গলপট্টু জেলার কান্দাস্বামী মন্দিরে। সম্প্রতি ওই মন্দির দর্শনে গিয়েছিলেন দীনেশ নামে এক পুণ্যার্থী। মন্দির দর্শনের সময় হঠাৎই তাঁর হাত ফস্কে প্রণামী বাক্সে আইফোন পড়ে যায়। দীনেশ ভেবেছিলেন, মন্দির কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানালেই সমস্যার সমাধান হবে। কিন্তু পরের ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। মন্দির কর্তৃপক্ষের কাছে আর্জি জানাতেই তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, ফোন ফেরত দেওয়া সম্ভব নয়।

তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এনডাওমেন্ট দফতর জানিয়েছে, ওই আইফোন এখন থেকে মন্দিরের সম্পত্তি। তাদের দাবি, প্রণামী বাক্স সংক্রান্ত ১৯৭৫-এর আইন অনুযায়ী যা কিছু ওই বাক্সে প্রণামী হিসাবে পড়বে, তা সবই মন্দির কর্তৃপক্ষের। আর সেই আইন অনুযায়ী, যুবকের আইফোনও মন্দিরের সম্পত্তি। সুতরাং তা ফেরত দেওয়া সম্ভব নয়। মন্দির কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে যে, ওই প্রণামী বাক্সে যা কিছু দেন পুণ্যার্থী এবং ভক্তেরা তা-ই ঈশ্বরের সম্পত্তির খাতায় নথিভুক্ত করা হয়। তবে যুবকের আর্জি মেনে বিষয়টি মন্দিরের অন্যান্য আধিকারিকের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন এক আধিকারিক। যুবককে কোনও ক্ষতিপূরণ দেওয়া যায় কি না, তা-ও বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন