(বাঁ দিকে) অল্লু অর্জুন এবং আকবরউদ্দিন ওয়েইসি (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনা নিয়ে অনুতপ্ত নন অভিনেতা অল্লু অর্জুন! শনিবার তেলঙ্গানা বিধানসভায় এমন দাবিই করলেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) বিধায়ক আকবরউদ্দিন ওয়েইসির। তিনি সম্পর্কে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির ভাই। বিধানসভায় বক্তৃতা করার সময় তিনি ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারের কথা উল্লেখ করেন। নাম না করে অল্লুর ভূমিকার সমালোচনাও করেন আকবরউদ্দিন। তাঁর অভিযোগ, পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হওয়া সত্ত্বেও ওই অভিনেতা (অল্লু) ছবিটি দেখেছিলেন এবং প্রেক্ষাগৃহ ছাড়ার সময় ভক্তদের উদ্দেশে হাত নেড়েছিলেন।
বিধানসভায় আকবরউদ্দিন দাবি করেন, ‘‘আমার কাছে যা খবর আছে, সেই তথ্য অনুসারে, যখন ওই অভিনেতা পদদলিত হওয়া এবং তাতে এক জনের মৃত্যুর কথা শুনেছিলেন তখন তিনি বলেছিলেন, এখন সিনেমাটি হিট হবে!’’ তার পরেই মিম বিধায়ক বলেন, ‘‘পদপিষ্টের ঘটনার পরেও ওই অভিনেতা সিনেমা দেখেন এবং যাওয়ার সময় গাড়ির মধ্যে থেকে ভিড়ের উদ্দেশে হাত নেড়েছিলেন। আমি যখন হাজার হাজার মানুষের জনসভায় যাই, তখন সবার আগে নিশ্চিত করি যাতে সেখানে কোনও পদপিষ্টের ঘটনা না ঘটে।’’
গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারের রাতে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তাঁর আট বছরের ছেলে সাই তেজকে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। অল্লুকে গত ৬ ডিসেম্বর সকালে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অল্লু-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। গ্রেফতারের পরে অল্লুকে নিম্ন আদালতে পেশ করে পুলিশ। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তাঁর আবেদন মঞ্জুর করে তেলঙ্গানা হাই কোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়।