Viral Video

শুয়ে শুয়েই প্রচণ্ড গতিতে ভ্যান চালাচ্ছেন! চালককে ‘ভারতের সুপারম্যান’ তকমা নেটাগরিকদের

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সেতুর উপর একের পর এক গাড়ি প্রচণ্ড গতিতে পেরিয়ে যাচ্ছে। তার মধ্যেই হু হু করে এগিয়ে চলেছে একটি ভ্যান। উপরে কাঠের বড় বড় পাটাতন রাখা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৩:১৭
Video of man driving van lying on it, internet reacts hilariously

ছবি: এক্স থেকে নেওয়া।

সেতুর উপর প্রচণ্ড গতিতে একের পর এক গাড়ি পেরিয়ে যাচ্ছে। তার মধ্যে ভ্যান চালিয়ে যাচ্ছেন এক প্রৌঢ়। তবে মোটরচালিত সেই ভ্যানের গতিও কিছু কম নয়। যদিও তিনি যে ভাবে ওই ভ্যানটি চালাচ্ছেন ,তা দেখেই চক্ষু চড়কগাছ নেটাগরিকদের। কেউ কেউ ‘সুপারম্যান’ তকমাও দিয়েছেন ওই ভ্যানচালককে। কিন্তু কেন? কারণ, ওই চালক ভ্যানের উপর শুয়ে সেটি চালাচ্ছেন। শুয়ে শুয়েই নিয়ন্ত্রণ করছেন গতি এবং ভ্যানের অভিমুখ। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সেতুর উপর একের পর এক গাড়ি প্রচণ্ড গতিতে বেরিয়ে যাচ্ছে। তার মধ্যেই হু হু করে এগিয়ে চলেছে একটি ভ্যান। উপরে কাঠের বড় বড় পাটাতন রাখা। তার উপর উপুড় হয়ে শুয়ে রয়েছেন চালক। তাঁর পরনে লাল ফুলহাতা টি-শার্ট এবং জিন্‌স, মাথায় ফেট্টি বাঁধা। শুয়ে শুয়েই ভ্যান চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁকে দেখে মনে হচ্ছে তিনি যেন অকুতোভয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই হইচই ফেলেছে সমাজমাধ্যমে। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রায় তিন লক্ষ বার ভিডিয়োটি দেখা হয়েছে। লাইক-কমেন্টের ঝড়় উঠেছে সমাজমাধ্যমে। অনেকে মজার মজার মন্তব্য করেছেন। ভ্যানচালকের নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভারতের উড়ন্ত সুপারম্যানকে পাওয়া গিয়েছে। সত্যিই মহান চালক।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ভারতের সত্যিকারের সুপারম্যান। অনেক উঁচুতে উড়ছেন।’’

Advertisement
আরও পড়ুন